বাবুর বিস্ফোরক ‘৮১’ আর বোলারদের নৈপুণ্যে জিতল রূপগঞ্জ টাইগার্স
ঝড় তুলেছিলেন আলাউদ্দিন বাবু।

বাবুর বিস্ফোরক ‘৮১’ আর বোলারদের নৈপুণ্যে জিতল রূপগঞ্জ টাইগার্স
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-04-17T19:01:54+06:00
আপডেট হয়েছে - 2023-04-17T19:01:54+06:00
মিরপুরে ধুমধাড়াক্কা ব্যাটিং করলেন আলাউদ্দিন বাবু। খেললেন ৪৫ বলে ৮১ রানের বিধ্বংসী এক ইনিংস। আর সেই সাথে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভর করে ব্রাদার্স ইউনিয়নকে ৫৬ রানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
দারুণ এক জয় পেয়েছে রূপগঞ্জ টাইগার্স।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে রূপগঞ্জ টাইগার্সকে আগে ব্যাটিংয়ে পাঠায় ব্রাদার্স ইউনিয়ন। ব্যাটিংয়ে নেমে শুরু থেকে দেখেশুনে আগাচ্ছিলেন রূপগঞ্জ টাইগার্সের দুই ওপেনার ইমরানউজ্জামান এবং সানজামুল ইসলাম। ইমরানউজ্জামান অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। ২১ বলে ৯ রাঙের ধীরগতির ইনিংস খেলে দলের ২৫ রানের মাথায় সাজঘরে ফিরে যান তিনি।
সানজামুল ভালো শুরু পেলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। ২৩ বলে ২১ রান করে আউট হন তিনি। দলীয় ৩৮ রাঙের মাথায় দুই ওপেনারকে হারায় রূপগঞ্জ টাইগার্স।
অধিনায়ক নাঈম ইসলামও ব্যর্থ হয়েছেন এদিন। ১৮ বলে ৬ রানের কচ্ছপগতির এক ইনিংস খেলে দলীয় ৫৮ রানের মাথায় আউট হন নাঈম। এরপর মুমিনুল হককে সাথে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টায় নামেন অঙ্কিত বনি। মুমিনুল কিছু দূর এগিয়ে আউট হলেও অঙ্কিত টিকে গিয়েছিলেন ক্রিজে। সাবলীল ব্যাটিংয়ে তুলে নেন দারুণ এক ফিফটিও। ৬৫ বলে ৬৪ রানের ইনিংস খেলে আউট হন অঙ্কিত। অন্যদিকে শামীম হোসেন পাটোয়ারীও ব্যাট হাতে ছিলেন যথেষ্ট সাবলীল। দারুণ এক ফিফটি হাঁকান তিনিও। ৬০ বলে ৫৩ রানের ইনিংস খেলেন তিনি।
ফিফটি হাঁকিয়েছেন শামীমও।
শেষ বেলায় আসল ঝড়টা তোলেন আলাউদ্দিন বাবু। তার ৪৫ বলে ৮১ রানের টর্নেডোতে ভর করে ৩০০ ছাড়িয়ে যায় রূপগঞ্জ টাইগার্সের ইনিংস। ১৮০ স্ট্রাইকরেটে খেলা ইনিংসে ৭ ছক্কা এবং ৪টি চার মারেন আলাউদ্দিন বাবু। ৫০ ওভারে ৩০৭ রানের মাথায় অলআউট হয় রূপগঞ্জ টাইগার্স।
ব্রাদার্সের হয়ে ৫০ রান খরচায় ৫ উইকেট তোলেন মানিক খান। এছাড়া ৫৮ রান দিয়ে ২ উইকেট নেন মনিরুজ্জামান।
জবাব দিতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি ব্রাদার্সের। দলের ২৬ রানের মধ্যে আউট হয়ে সাজঘরে ফিরে যান দুই ওপেনার মিজানুর রহমান এবং তানজীদ হাসান তামিম। এরপর তিনে নামা সাব্বির হোসেন এবং চারে নামা আনিসুল হক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালান। তৃতীয় উইকেটে দুজন মিলে যোগ করেন ৫৮ রান। ভালো শুরু পেয়েও উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন সাব্বির, করেছেন ২০ বলে ২৪ রান।
আনিসুল ফিফটি ছোঁয়ার পরেই ধরেছেন সাজঘরের পথ। ৫৫ বলে করেছেন ৫২ রান। বাকি ব্যাটাররা ছিলেন গড়পড়তা, যার ফলে জয়ের সম্ভাবনাটা সেরকমভাবে জাগিয়ে তুলতে পারেনি ব্রাদার্স। ছোট ছোট কার্যকরী ইনিংস খেললেও জয়ের জন্য যথেষ্ট ছিল না সেসব।
বিস্ফোরক এক ইনিংস খেলেছেন আলাউদ্দিন বাবু।
শেষ দিকে ৪১ বলে ৫১ রানের ক্যামিও ইনিংস খেলেন আরাফাত সানি জুনিয়র এবং ৬০ বলে ৪৩ রান করেন মিনহাজুল আবেদীন সাব্বির। তবে লাভের লাভ হয়নি কিছুই। এসব ইনিংস কেবল ব্রাদার্সের হারের ব্যবধানটাই কমিয়েছে। ২৫১ রানের মাথায় অলআউট হয়ে ৫৬ রানে হেরে যায় ব্রাদার্স ইউনিয়ন।
রূপগঞ্জ টাইগার্সের হয়ে ২টি করে উইকেট নেন নাঈম ইসলাম, নাসুম আহমেদ, নাঈম হাসান এবং সানজামুল ইসলাম। ১টি করে উইকেট শিকার করেন ইয়াসিন আরাফাত মিশু এবং মুমিনুল হক।
এই জয়ের ফলে ১১ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ম স্থানে অবস্থান করছে রূপগঞ্জ টাইগার্স। অন্যদিকে ১১ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া ব্রাদার্সের অবস্থান ৮ম।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।