
মন্ত্রমুগ্ধের মত পারফরম্যান্স দেখিয়ে চলেছে বাংলাদেশ ওয়ানডে দল। বিশেষ করে, গত এক বছরে তামিম ইকবালের নেতৃত্বাধীন টাইগাররা যেন অপ্রতিরোধ্য। এর ফলস্বরূপ ধরা দিয়েছে নজিরবিহীন কিছু সাফল্য। যদিও তাতেও বার্ষিক হালনাগাদে আইসিসি র্যাংকিংয়ে উত্থান ঘটেনি বাংলাদেশ ওয়ানডে দলের।

আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে অনেক দিন ধরেই ৭ নম্বরে আছে বাংলাদেশ। সম্প্রতি কয়েক দিনের জন্য ৬ নম্বরে উঠেছিল টাইগাররা, যদিও চটজলদি ফিরে যেতে হয় পুরনো স্থানে। আশা করা হচ্ছিল, সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে বার্ষিক হালনাগাদে বদলাতে পারে অবস্থান।
তবে আইসিসির সদ্য প্রকাশিত বার্ষিক হালনাগাদকৃত র্যাংকিংয়েও ৭ নম্বরেই রয়েছে বাংলাদেশ। র্যাংকিংয়ের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। শীর্ষ পাঁচে ক্রমানুযায়ী আরও আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তান।

ষষ্ঠ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং ৯৯, যেখানে বাংলাদেশ ৯৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে অবস্থান করছে। এছাড়া শীর্ষ দশে আরও আছে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। টেস্ট খেলুড়ে বাকি দুই দলের মধ্যে আয়ারল্যান্ড একাদশ ও জিম্বাবুয়ে পঞ্চদশ।
একনজরে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ দশ
অবস্থান | দল | রেটিং |
১ম | নিউজিল্যান্ড | ১২৫ |
২য় | ইংল্যান্ড | ১২৪ |
৩য় | অস্ট্রেলিয়া | ১০৭ |
৪র্থ | ভারত | ১০৫ |
৫ম | পাকিস্তান | ১০২ |
৬ষ্ঠ | দক্ষিণ আফ্রিকা | ৯৯ |
৭ম | বাংলাদেশ | ৯৫ |
৮ম | শ্রীলঙ্কা | ৮৭ |
৯ম | ওয়েস্ট ইন্ডিজ | ৭৩ |
১০ম | আফগানিস্তান | ৬৬ |
শ্রীলঙ্কার ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণাhttps://t.co/1MklYNwfwz
— bdcrictime.com (@BDCricTime) May 4, 2022
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।