‘বাস্তব জীবনের কল অব ডিউটি’
১৪ বছর পর পাকিস্তান সফরে গিয়ে ‘কল অব ডিউটির’ কথা মনে পড়লো দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার তাবরেজ শামসির। নিজের টুইটারে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে টুইট করেন এই প্রোটিয়া ক্রিকেটার।
২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর হামলা হওয়ার পর থেকেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে বেশ তৎপরতা দেখা গিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গত বছর পাকিস্তানে সফর করেছিল বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দল। এই দুই দলকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে পিসিবি। তাদের এমন কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক ক্রিকেটারের তিক্ত অভিজ্ঞতাও হয়েছে।
এবার দীর্ঘ সময় পর পাকিস্তান সফর করছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ডি ককের নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে প্রোটিয়ারা। বাকিদের মতো প্রোটিয়া ক্রিকেটারের সুরক্ষার স্বার্থে নিরাপত্তা ব্যবস্থায় কোন কমতি রাখেনি পিসিবি।
Also Read - দর্শকদের দুঃসংবাদ দিল বিসিবিReal life Call Of Duty 😎
These guys aren’t playing with small guns and they mean business!#NoSmiles #GameFace #COD #Karachi #Pakistan #PAKvSA pic.twitter.com/N9kMVTuzqS
— Tabraiz Shamsi (@shamsi90) January 16, 2021
Security is TIGHT! 🚁#Karachi #Pakistan #PAKvSA 🇵🇰🇿🇦 pic.twitter.com/SCjIOf22Pr
— Tabraiz Shamsi (@shamsi90) January 16, 2021
পুরো সিরিজে নিরাপত্তা ব্যবস্থার জন্য ৯ জন ডিএসপি, বিশেষ নিরাপত্তা ইউনিটের ১ হাজার ৮০ জন কমান্ডার, ৩ হাজার ৬১২ জন কন্সটেবল, র্যাপিড ফোর্সের ৩০০ জন সহ ২৪ জন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রাখা হয়েছে।
পিসিবির এতো কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখে প্রোটিয়া ক্রিকেটার তাবরেজ শামসির ‘কল অব ডিউটির’ কথা মনে পড়েছে। সেটি তিনি টুইটারে টুইটও করেন। তবে পাকিস্তানের এমন কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখে অনেকেই সাধুবাদ জানালেও শামসিকে একটু সতর্ক থাকতে বলেছেন ভারতীয়রা।
উল্লেখ্য, আগামী ২৪ জানুয়ারি করাচিতে আরম্ভ হবে দুই দলের মধ্যকার সিরিজটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।