‘বিগ থ্রি’ ছাড়া আর কারও টেস্ট ভবিষ্যৎ দেখছেন না করুনারত্নে
এই বছর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজটিই বছরের শেষ টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডের তুলনায় কম টেস্টেই খেলে বাকি দেশগুলো।

প্রকাশিত হয়েছে - 2023-07-16T12:17:23+06:00
আপডেট হয়েছে - 2023-07-16T12:17:23+06:00
বিগ থ্রি বাদে বাকি দেশগুলোর টেস্ট ভবিষ্যৎ খুব একটা ভালো দেখছেন না শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নে। এজন্য আইসিসিকে এইদিকে নজর দিতে বললেন এই লঙ্কান অধিনায়ক।
পাকিস্তানের-বিপক্ষে-সিরিজ-দিয়েই-শেষ-শ্রীলঙ্কার-এ-বছরের-টেস্ট-পর্ব
টি-টোয়েন্টির যুগে টেস্ট ক্রিকেটের টিকে থাকাটা বড় দায় হয়ে দাঁড়িয়েছে। ক্রিকেটের এই সবচেয়ে পুরনো ফরম্যাটকে বাঁচিয়ে রাখতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করেছে। যদিও সেখানেও বৈষম্য রয়েছে।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত যে পরিমাণ টেস্ট পাচ্ছে, সেই তুলনায় কমই পাচ্ছে বাকি দেশগুলো। এই যেমন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে এবছর মোট ৬ টেস্ট দিয়ে বছর শেষ করবে। আর এটি নিয়েই আক্ষেপ করলেন করুনারত্নে। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে এই লঙ্কান অধিনায়ক বলেন,
“সত্যি বলতে অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড বাদে বাকি দেশগুলোর টেস্ট ভবিষ্যৎ খুব একটা ভালো দেখছি না। প্রতিবারই তিন দলের তুলনায় বাকিরা কম টেস্ট পাচ্ছে। এটি নিয়ে আমরা শ্রীলঙ্কা ক্রিকেট ও আইসিসিকে জানিয়েছে যেন ম্যাচ সংখ্যা আরও বাড়ায়।”
এফটিপি অনুযায়ী এ বছর অস্ট্রেলিয়া ১৪টি, ভারত ও ইংল্যান্ড ৯টি করে ম্যাচ পেয়েছে। ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত অস্ট্রেলিয়া ৩৮টি টেস্ট ম্যাচ খেলেছে। ভারত ও ইংল্যান্ড খেলেছে ৩০টি। আইসিসিকে এসব দিকে নজর দেওয়ার অনুরোধ জানিয়েছেন করুনারত্নে।
“আমি মনে করি টেস্ট ক্রিকেটকে আইসিসি কীভাবে অগ্রাধিকার দিবে সেই বিষয়ে আইসিসিকে ভাবা উচিত। আমি মনে করি টেস্ট ক্রিকেটই এই মুহূর্তে সেরা ফরম্যাট, সবাই উপভোগ করছে। তাই আমি মনে করি আইসিসি বরফ ভাঙতে ব্যর্থ হবে।”
টেস্ট ম্যাচের সংখ্যা কম হওয়ায় ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটারদের তুলনায় পরিসংখ্যানে পিছিয়ে পড়ছেন বাকি দেশগুলোর ক্রিকেটাররা। করুনারত্নে মনে করেন, বেশি ম্যাচ খেলতে পারায় আইসিসি র্যাঙ্কিংয়ে এই তিন দেশের ক্রিকেটাররা রাজত্ব করছে।
“গত নিউজিল্যান্ড সফরে আমি উইলিয়ামসনের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছি। তাঁরাও খুব কম ম্যাচ পাচ্ছে। সবাই বেশি ম্যাচ খেলতে চায়। কারণ লম্বা গ্যাপ ক্রিকেটারদের জন্য মোটেও ভালো বিষয় নয়। গত বছর আমি ছয়-সাত ম্যাচ খেলে হাজার রান করেছি। আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পেলে রুটকে টপকাতে পারতাম। আপনি লক্ষ্য করে দেখবেন আইসিসির শীর্ষ রান সংগ্রাহক, উইকেটের তালিকায় অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড ক্রিকেটাররা রাজত্ব করছে। কারণ আমরা নিজেদের মেলে ধরার যথেষ্ট সুযোগ পাচ্ছি না”
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।