বিগ ব্যাশে দল পেলেন রিশাদ
বিগ ব্যাশে দেখা যাবে রিশাদকে

বিগ ব্যাশে দল পেলেন রিশাদ
প্রকাশিত হয়েছে - 2024-09-01T13:51:08+06:00
আপডেট হয়েছে - 2024-09-01T14:13:53+06:00
বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন এবার দল পেলেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে। চতুর্থ রাউন্ডের ড্রাফট থেকে রিশাদকে দলে টেনেছে হোবার্ট হারিকেনস। বিগ ব্যাশের খেলার অনুমতি পেলে হোবার্টের হয়ে মাঠে দেখা যাবে রিশাদকে।
রিশাদ হোসেন।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স ছিল কিছুটা অগোছালো। সুপার এইটের টিকিট কাটতে পারলেও সুপার এইটে উঠে খেই হারিয়ে ফেলেছিল টাইগাররা। সুপার এইট পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় টাইগারদের। এর আগে সুপার এইটে ভারত এবং অস্ট্রেলিয়ার কাছেও বাজেভাবে হেরেছিল বাংলাদেশ।
তবে বিশ্বকাপজুড়ে বাংলাদেশের হয়ে আশার আলো হয়ে জ্বলছিলেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। তার স্পিন ভেলকিতেই কুপোকাত হয়েছে একের পর এক প্রতিপক্ষ। বাংলাদেশের হয়ে পুরো বিশ্বকাপে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রিশাদ। তার দুর্দান্ত বোলিংয়ের ফলে তাকে প্রশংসায় ভাসিয়েছেন দেশ বিদেশের তারকারা।
লেগ স্পিনার এককালে বাংলাদেশের জন্য ছিল সোনার হরিণ। দেশের পুরো ক্রিকেট ইতিহাস খুঁজে ফেললেও কোনো আহামরি লেগ স্পিনারকে খুঁজে পাওয়া যাবে না। বিশ্বের অন্যান্য দেশ যেখানে একের পর এক লেগ স্পিনার আর রহস্য স্পিনারদের খেলিয়ে রাজ করছে গোটা ক্রিকেট দুনিয়ায়, সেখানে একজন লেগ স্পিনারের জন্য হন্যে হয়ে ঘুরছিল বাংলাদেশ দল।
অবশেষে বহু অপেক্ষার পর মিলেছে লেগ স্পিনার। ঘরোয়া ক্রিকেটে লেগি হওয়ার কারণে সুযোগ সেভাবে পাননি রিশাদ। তবুও জাতীয় দলের নির্বাচক টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিলেন রিশাদের উপর। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সাথে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ প্রতিনিয়ত সাহস যুগিয়ে গেছেন রিশাদকে। বিশেষ করে মুশতাক এসে যেন রিশাদের বোলিংকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। দিনের পর দিন সাহস যুগিয়ে রিশাদের কলিজা বড় করেছেন মুশতাক-হাথুরুরা। গুরুর আস্থার প্রতিদানটা রিশাদ দিয়েছেন মাঠের ক্রিকেটে। তাকে ঘিরেই এবার লেগ স্পিনের হাহাকার ঘোচানোর অপেক্ষায় আছে বাংলাদেশের ক্রিকেট।
সবকিছু ঠিক থাকলে বিগ ব্যাশে খেলার অনুমতি পেলে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলার কীর্তি গড়বেন রিশাদ হোসেন। এর আগে বাংলাদেশিদের মধ্যে সাকিব আল হাসান খেলেছিলেন বিগ ব্যাশে। দারুণ সম্ভাবনাময় এই লেগি এবার হোবার্ট হারিকেনসের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায়।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের
সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর
থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার
ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং
দিয়ে উৎসাহী করুন।