বিগ ব্যাশ থেকে অবসরে যাচ্ছেন ফিঞ্চ
বিগ ব্যাশ ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন অ্যারন ফিঞ্চ।

বিগ ব্যাশ থেকে অবসরে যাচ্ছেন ফিঞ্চ
প্রকাশিত হয়েছে - 2024-01-04T16:25:14+06:00
আপডেট হয়েছে - 2024-01-04T16:25:14+06:00
বিগ ব্যাশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এবারের আসরে তিনি খেলছেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে। তবে এই আসরই বিগ ব্যাশে তার শেষ আসর হতে যাচ্ছে।
বিগ ব্যাশে আর দেখা যাবে না ফিঞ্চকে। ছবি : গেটি ইমেজস
রেনেগেডসের হয়ে বিগ ব্যাশের এবারের আসরে খেলেই বিগ ব্যাশকে বিদায় জানাতে যাচ্ছেন ফিঞ্চ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই বিষয়টি নিশ্চিত করেছেন ফিঞ্চ। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আগেই, এবার টি-টোয়েন্টিকেও একরকম বিদায় জানিয়ে ফেলতে যাচ্ছেন তিনি। বিগ ব্যাশ ছেড়ে দিলে বাইরের কোনো টি-টোয়েন্টি লিগে তাকে দেখার সম্ভাবনা বেশ কম, খেলতে পারেন অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে আয়োজিত লিজেন্ডস ক্রিকেট লিগে।
সম্প্রতি চ্যানেল সেভেন এর সাথে আলাপকালে ফিঞ্চ জানান, ‘আমার ক্যারিয়ারে অনেক উত্থানপতন এসেছে। আমি এই সময়টা দারুণভাবে উপভোগ করেছি। বিগ ব্যাশের শিরোপা জেতার সাথে কোনোকিছুর তুলনা চলবে না। আমার জন্য এটি খুবই বিশেষ কিছু ছিল যা আমি অনেকদিন মনে রাখব। ক্যারিয়ারজুড়ে একটি ক্লাবে খেলার কারণে আমি বেশ গর্বিত। রেনেগেডস আমার জীবনের অনেক বড় একটি অংশ হিসেবে ছিল, তারা আমাকে যা যা দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ।’
ফিঞ্চ আরও বলেন, ‘এই যাত্রায় সমর্থক, সতীর্থ, সদস্যসহ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।’
সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে সর্বোচ্চ রান করার তালিকায় সপ্তম স্থানে রয়েছেন ফিঞ্চ। ৩৩.৭০ গড়ে ১১৪৫৮ রান করেছেন তিনি, স্ট্রাইকরেট ১৩৮.২১। বিগ ব্যাশে ফিঞ্চের চেয়ে বেশি রান করেছেন শুধু ক্রিস লিন।
বর্তমানে রেনেগেডসের একাদশে নেই ফিঞ্চ, তবে ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, আগামী ১৩ জানুয়ারি মেলবোর্ন স্টারসের বিরুদ্ধে ম্যাচে ফিঞ্চকে বিদায়ী সংবর্ধনা দেবে রেনেগেডস। সেই ম্যাচ দিয়েই বিগ ব্যাশ ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন অ্যারন ফিঞ্চ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।