██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

বিপদ থেকে দ্রুত পরিত্রাণের প্রার্থনায় মাশরাফিরা

আওয়াজ তুলছেন ক্রিকেটাররা।

বিপদ থেকে দ্রুত পরিত্রাণের প্রার্থনায় মাশরাফিরা

বিপদ থেকে দ্রুত পরিত্রাণের প্রার্থনায় মাশরাফিরা

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-08-23T12:32:37+06:00

আপডেট হয়েছে - 2024-08-23T12:32:37+06:00

সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নীরব ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং তখনকার সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। দেশের এমন পরিস্থিতিতে মাশরাফির মত তারকার নীরবতার ফলে জনমনে সৃষ্টি হয়েছিল তীব্র ক্ষোভ। একসময় যে সমর্থকরা মাশরাফিকে তারকা বানিয়েছিলেন, সেই তারাই তাকে শূলে চড়িয়েছেন। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

মাশরাফি বিন মুর্তজা। ছবি : গেটি ইমেজস

তবে এবার আর নীরব থাকলেন না মাশরাফি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চুপ থাকলেও দেশে চলমান বন্যা পরিস্থিতিতে আওয়াজ তুলেছেন তিনি। নিজের ফেসবুক পেইজ থেকে বন্যার্তদের নিয়ে একটি পোস্ট দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। সাথে বন্যার পানিতে ডুবে যাওয়া একটি এলাকার ছবিও পোস্ট করেছেন।

নিজের ফেসবুক পোস্টে মাশরাফি লিখেছেন, ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলসহ গোটা দেশ। মানবেতর জীবন পার করছে লাখো মানুষ। মহান আল্লাহ'র কাছে প্রার্থনা করি এই বিপদ থেকে আমরা যেন দ্রুত পরিত্রাণ পাই।

 

কেবল মাশরাফিই নয়, নিজ নিজ জায়গা থেকে বন্যা পরিস্থিতি নিয়ে আওয়াজ তুলছেন একাধিক ক্রিকেটার। জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজের ফেসবুক পেইজ থেকে লিখেছেন, ভয়াবহ বন্যার কবলে ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের আটটি জেলার মানুষ। তাদের আর্তনাদ আমাকে ব্যাথিত করেছে। বন্যাকবলিত মানুষদের উদ্ধার করতে স্পীডবোট, ট্রলার বা ইঞ্জিন চালিত নৌকার প্রয়োজন। যতটুকু খবর পেয়েছি সেনাবাহিনী, নৌ বাহিনীর সঙ্গে কাজ করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আমি দেশের বাইরে থাকলেও, চেষ্টা করছি বন্যার কবলে পড়া মানুষদের পাশে থাকার।

 জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি : গেটি ইমেজসশান্ত আরও লিখেছেন, দেশের এই ক্রান্তি লগ্নে আমরা সবাই এক হয়ে কাজ করলে এই দূর্যোগ কাটিয়ে উঠতে পারব, ইনশাল্লাহ। আমরা সবাই মানুষ, তারা সবাই আমাদের ভাই, বোন কিংবা বাবা-মা। তাই এমন সময়ে আপনারা নিজেদের সাধ্য মতো সহযোগিতার চেষ্টা করুন।

 

জাতীয় দলের ওপেনার লিটন দাসও বাদ যাননি। নিজের ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে লিটন লিখেছেন, এই মুহূর্তে খেলার কারণে পাকিস্তানে আছি, তবে মন পড়ে আছে বাংলাদেশে। দেশের বেশ কয়েকটি জেলা বন্যাকবলিত হয়েছে। দেশের এই কঠিন সময়ে সকলের সহযোগিতা কাম্য। আমি আমার মত করে চেষ্টা করছি। আপনাদের সবাইকে সামর্থ্য থাকলে বন্যাকবলিত মানুষের উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে আহ্বান জানাচ্ছি। দেশ গড়ার সময়ে দেশের মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়।

 

এছাড়াও বন্যার সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। নিজের ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে মিরাজ লিখেছেন, ‘দেশের চলমান বন্যা পরিস্থিতিতে পানির সাথে তলিয়ে যাচ্ছে লাখো পরিবারের সকল সঞ্চয়, স্বপ্ন! আসুন, নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীদের পাশে দাঁড়াই, সাহায্য করি ঘুরে দাঁড়াতে। সকলের মিলিত প্রচেষ্টায় সম্ভব এই ক্ষতি কাটিয়ে উঠা। আল্লাহ আপনি সকল ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধারণ করা ও দ্রুত ক্ষতি কাটিয়ে ওঠার তৌফিক দান করুন। আমাদের সকলকে বিপদ থেকে রক্ষা করুন। আমিন।’

 

ক্রিকেটারদের এই কথাগুলো শুধু তাদের কথা নয়, গোটা দেশের মানুষের কথা। এমন বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতিই সকলের কাম্য। সেই সাথে বিপদের সময় একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটাও ভীষণ জরুরি। সকলের প্রচেষ্টাতেই সম্ভব পরিস্থিতির উন্নতি, সম্ভব বাংলাদেশের ভালো থাকা।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।               

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।



একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.