
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর শেষ হবে আজ (১৮ ফেব্রুয়ারি)। শুক্রবার বিকালে মিরপুরে মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। এই ম্যাচে ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে দেশিদের পাশাপাশি থাকবেন এক বিদেশি আম্পায়ার।

হাই ভোল্টেজ ফাইনালে ম্যাচ রেফারির ভূমিকায় থাকবেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল ও শ্রীলঙ্কার প্রগিথ রাম্বুকওয়েলা।
এছাড়া গাজী সোহেল তৃতীয় আম্পায়ার ও তানভীর আহমেদ চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।
Comilla or Barishal
Who will have the last laugh?#BBPL2022 #BPLFinal pic.twitter.com/QMZqunBrxt
— bdcrictime.com (@BDCricTime) February 17, 2022
অষ্টম বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। দুইবারের শিরোপাজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্স এ নিয়ে তৃতীয়বার ফাইনালে উঠল। প্রথমবারের মত অংশ নেওয়া ফরচুন বরিশাল প্রথম বিপিএলেই শিরোপা জয়ের সুযোগ পাচ্ছে।
‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়। টিভি পর্দা ছাড়াও অনলাইনে ম্যাচটি দেখা যাবে র্যাবিটহোলে।
একনজরে ফাইনাল ম্যাচের ম্যাচ অফিসিয়ালরা
ম্যাচ রেফারি : রকিবুল হাসান
অন ফিল্ড আম্পায়ার : মাসুদুর রহমান মুকুল
অন ফিল্ড আম্পায়ার : প্রগিথ রাম্বুকওয়েলা
তৃতীয় আম্পায়ার : গাজী সোহেল
চতুর্থ আম্পায়ার : তানভীর আহমেদ
‘বরিশালের স্ট্রেন্থ হচ্ছে সাকিব।’https://t.co/IHMvno3wfH
— bdcrictime.com (@BDCricTime) February 17, 2022
‘কুমিল্লাকে একবার চ্যাম্পিয়ন করেছি যদি আরেকবার করতে পারি তাহলে নিজেকে ভাগ্যবান মনে করব।’https://t.co/9TuFEnBh0z
— bdcrictime.com (@BDCricTime) February 17, 2022
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।