
নিষেধাজ্ঞা কাটিয়ে ষষ্ঠ আসর দিয়ে ফের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরেছিলেন মোহাম্মদ আশরাফুল। তবে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এবার দলই পাননি। প্লেয়ার্স ড্রাফটে অবিক্রীত থাকলেও কোনো দল তাকে দলভুক্ত করলে খেলতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন এই ব্যাটসম্যান।
বিপিএলের সর্বশেষ আসরে আশরাফুলকে দলে ভিড়িয়েছিল চিটাগং ভাইকিংস। যদিও মাত্র ৩টি ম্যাচে একাদশে ছিলেন আশরাফুল, করেছিলেন মাত্র ২৫ রান। সেবার তার ব্যাট না হাসলেও সাম্প্রতিক সময়ে ফর্মে ছিলেন।
সমাপ্তির পথে থাকা জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) আশরাফুল ছিলেন উজ্জ্বল। বরিশাল বিভাগের হয়ে আছে দেড়শ রানের একটি ইনিংসও। তবুও বিপিএলের সপ্তম আসর বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে আশরাফুলের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। তাই তিনি থেকে গেছেন অবিক্রীত।
তবে এখানেই থেমে যেতে চান না আশরাফুল। বিডিক্রিকটাইমকে জানিয়েছেন, এখন বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করবেন তিনি।
তবে ড্রাফট থেকে কেউ দলে নিলে আশরাফুল বিপিএল খেলতে রাজি বলেও জানিয়েছেন। অনেক দলই দেশি খেলোয়াড়ের কোটা পূরণ না করায় প্লেয়ার্স ড্রাফটে অবিক্রীত ক্রিকেটারদের দল পাওয়ার সুযোগ রয়েছে এখনো।
একান্ত আলাপকালে আশরাফুল বলেন-
‘কেউ আমাকে দলে নিলে খেলতে রাজি আছি। দল পাওয়া বা না পাওয়া তো আমার হাতে নেই। যেটা আমার হাতে সেটা করার চেষ্টা করব। সামনে বিসিএল হবে, প্রিমিয়ার লিগ হবে। এগুলোর জন্য প্রস্তুত হব।’
ফ্র্যাঞ্চাইজি প্রথা না থাকায় এবার বিপিএলে নেই চিটাগং ভাইকিংস, যে দলে আশরাফুল সর্বশেষ বিপিএল খেলেছিলেন। তবে বোর্ডের অধীনে থাকা অন্য কোনো দল তাকে দলভুক্ত করে কি না, সেটাই এখন দেখার বিষয়।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।