
বিবর্ণ সাকিব, হেরেছে দলও
প্রকাশিত হয়েছে - 2024-10-06T01:56:50+06:00
আপডেট হয়েছে - 2024-10-06T01:57:44+06:00
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টেন টুর্নামেন্টে ভুলে যাওয়ার মত একটি দিন কাটিয়েছেন সাকিব আল হাসান। ব্যাট এবং বল হাতে ব্যর্থ হয়েছেন সাকিব। হেরেছে তার দল লস অ্যাঞ্জেলেস ওয়েভস সিসিও। তাদের হারিয়ে নিউইয়র্ক লায়ন্স সিসি জিতেছে ১৯ রানে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ব্যাটে-বলে সাকিব ছিলেন অনুজ্জ্বল।
ম্যাচে আগে ব্যাট করতে নেমে নিউইয়র্ক তোলে ২ উইকেটে
১২৬ রান। ২৩ বলে ৪০ রানের ইনিংস খেলেন ওপেনার উপল থারাঙ্গা। তিনে নেমে সুরেশ রায়না
২৮ বলে ৫৩ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন। শেষ দিকে বেন কাটিং খেলে ৭ বলে ১২ রানের
ক্যামিও। নির্ধারিত ১০ ওভারের খেলা শেষে নিউইয়র্ক তোলে ২ উইকেট হারিয়ে ১২৬ রান।
লস অ্যাঞ্জেলেসের হয়ে অধিনায়ক সাকিব ১ ওভার বল করে ১৮ রান দিয়ে ছিলেন উইকেটশুন্য। ১টি করে উইকেট তোলেন টাইমাল মিলস এবং পঙ্কজ কাম্পলি।
জবাব দিতে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হয়ে গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরে যান স্টেফান এসকিনাজি। তিনে নেমে সাকিব কিছুটা অস্বস্তিতে ছিলেন। আরেক প্রান্তে ঝড় তোলেন অ্যাডাম রসিংটন। ১৬ বলে ১৩ রান করে দলের ২৮ রানের মাথায় আউট হন সাকিব। ১৫ বলে ৩১ রান করে রসিংটনও আউট হয়ে গেলে জয়ের আশা কমে যায় লস অ্যাঞ্জেলেসের। শেষমেশ জয় পায়নি লস অ্যাঞ্জেলেস, জিতেছে নিউইয়র্ক।
১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৭ রান তুলে থামে সাকিবের দল লস অ্যাঞ্জেলেস। ১০ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন টিম ডেভিড। ৯ বলে ১৭ রান করে টিকে ছিলেন জো বার্নস। ১৯ রানে হারে লস অ্যাঞ্জেলেস।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।