'বিশ্বকাপে পাকিস্তানকে কঠিন সময় উপহার দিতে পারে যুক্তরাষ্ট্র'
আয়ারল্যান্ডের বিপক্ষে হারের পর পাকিস্তানের কঠোর সমালোচনা করেছেন রমিজ রাজা, প্রশ্ন তুলেছেন পাকিস্তানের বিশ্বকাপ জেতা নিয়ে।

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-05-12T21:00:03+06:00
আপডেট হয়েছে - 2024-05-12T21:00:03+06:00
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু অপেক্ষা আর কয়েকদিনের।তবে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি হেরে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছে পাকিস্তান। কঠোর সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বিশ্বকাপের আগে বেশ রদবদল এসেছে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে। অধিনায়ক পরিবর্তনের পাশাপাশি দলে ফিরেছেন ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমিররা। সুযোগ পেয়েছেন উসমান খানও।
ঘরের মাঠে সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগেই বাবর আজম বলেছিলেন, দল নিয়ে যা পরীক্ষা-নিরীক্ষা, তা এই সিরিজেই। ওই সিরিজ থেকেই সঠিক সমন্বয়টা খুঁজে নিয়ে বিশ্বকাপের সম্ভাব্য দলকে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের একাদশে খেলানোর কথাও বলেছিলেন পাকিস্তান অধিনায়ক।
দলের সমন্বয় নিয়ে প্রশ্ন তুলেছেন রমিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান রমিজ রাজা তার ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘ আয়ারল্যান্ডের বিপক্ষে হারের অজুহাত আপনি দিতে পারবেন না। শরীরী ভাষা খুব দুর্বল ছিল। আপনি একটা সমন্বয় তৈরি করেছেন, যেটা দলকে ক্ষতিগ্রস্ত করেছে।’
নতুন সমন্বয় কীভাবে দলের ক্ষতি করেছে, সেই ব্যাখ্যাও দিয়েছেন রমিজ, ‘দল ভালোই করছিল। কিন্তু আপনি অধিনায়ক বদলালেন। নতুন অধিনায়কের জায়গায় আবার পুরোনো জনকেই নিলেন। বিশ্বকাপের বছরে দল টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে নেমে গেছে আর এটাই দলের আসল অবস্থাটা বোঝায়।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাবনার কথা বলতে গিয়ে প্রশ্ন তোলেন রমিজ। আশঙ্কা প্রকাশ করেছেন সেমিতে খেলা নিয়েও।
‘পাকিস্তান কীভাবে বিশ্বকাপ জিতবে, (যেখানে) আপনার কোনো সমন্বয় নেই। ওপেনিং জুটি এখনো থিতু হয়নি, থিতু ব্যাটাররা তাদের উইকেট হারাচ্ছে। মিডল অর্ডার ঠিকভাবে কাজ করছে না। এই পরিস্থিতিতে কীভাবে পাকিস্তান সেমিফাইনালে যাবে?’
এমনকি তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের সাথেও। এবারই নিজেদের প্রথম বিশ্বকাপ খেলবে সহ-আয়োজক দেশটি। রমিজের মতে যুক্তরাষ্ট্রও পাকিস্তানের জন্য হুমকি হতে পারে।
" বিশ্বকাপে পাকিস্তানকে কঠিন সময় উপহার দিতে পারে যুক্তরাষ্ট্র কারণ তাদের ভারত ও পাকিস্তানের ভালো কিছু খেলোয়াড় আছে।"
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করেক্লিক করুন এখানে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে । ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।