
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।

বাংলাদেশ যুব বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ২০২০ সালে এই ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল টাইগাররা। এবার দুই ফাইনালিস্টের দেখা হয়ে যাচ্ছে কোয়ার্টার ফাইনালেই। এই ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে বাদ পড়তে হবে। ভারতও মুখিয়ে থাকবে গত বিশ্বকাপের প্রতিশোধ নেওয়ার জন্য। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের জন্য ম্যাচটি তাই অনেক চ্যালেঞ্জিং হতে যাচ্ছে।
এই ম্যাচের জয়ী দল জায়গা করে নেবে সেমিফাইনালে। ইতোমধ্যে সেমিফাইনালের বাকি তিনটি দল নিশ্চিত হয়েছে। বাংলাদেশ-ভারত ম্যাচের জয়ী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল খেলবে ২ ফেব্রুয়ারি। ১ ফেব্রুয়ারি প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আফগানিস্তান।

এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। ভারতের একাদশ কেমন হবে তা অনুমান করা অবশ্য কঠিন। করোনার হানায় ভারতীয়রা গত দুই ম্যাচে প্রথম সারির ক্রিকেটারদের ছাড়াই মাঠে নেমেছে। ৬ ক্রিকেটার করোনামুক্ত হলেও তাদের একাদশে অন্তর্ভুক্তি নির্ভর করছে ফিটনেসের ওপর।
স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে হাই ভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। ম্যাচটি সরাসরি দেখা যাবে র্যাবিটহোল ওয়েবসাইটের মাধ্যমে।
একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, আইচ মোল্লা, মোহাম্মদ ফাহিম, আরিফুল ইসলাম, এসএম মেহরব, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান (অধিনায়ক) ও রিপন মণ্ডল।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।