বিশ্বকাপ জিতিয়ে জমি ও সরকারি চাকরি পেলেন সিরাজ

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-07-11T13:01:22+06:00
আপডেট হয়েছে - 2024-07-11T13:01:22+06:00
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো! স্টার্টিংয়েই এগারোশো দেবে, তিন মাস পর কনফার্ম। শুধুই কি অঞ্জন দত্ত? উপমহাদেশের বেশিরভাগ মানুষের কাছেই একটি সরকারি চাকরি যেন সোনার হরিণ। সরকারের অধীনে চাকরি করার জন্য মাথা কুটে মরেন কতজন, হয় কোটা সংস্কার নিয়ে আন্দোলন।
সেদিক থেকে মোহাম্মদ সিরাজের ভাগ্যের প্রশংসা করতেই হবে। ভারতকে বিশ্বকাপ জেতানোর সুবাদে ভারতীয় এই পেসার পাচ্ছেন সরকারি চাকরি। শুধু তা-ই নয়, নিজের রাজ্য সরকারের তরফ থেকে তাকে জমি উপহার দেওয়া হচ্ছে।
সিরাজকে জমি ও চাকরি দেওয়ার এই ঘোষণা দিয়েছে তেলেঙ্গানা সরকার। বিশ্বকাপ জয়ের পর নিজের এলাকায় ফিরে সিরাজ পেয়েছেন রাজকীয় সংবর্ধনা। শুধু সংবর্ধনাই নয়, তাকে পুরস্কারে পুরস্কারেও ভরিয়ে তোলা হচ্ছে।
মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বাসভবনে সিরাজকে দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে এই সংবর্ধনা। এ সময় মুখ্যমন্ত্রী বলেন, 'সিরাজ গোটা দেশকে গর্বিত করেছে। আমাদের তেলেঙ্গানা রাজ্যের জন্যও এটা গর্বের ব্যাপার।'
মুখ্যমন্ত্রীর দপ্তর জানিয়েছে, হায়দরাবাদ শহর বা আশেপাশের কোনো এলাকার একটি জমি সিরাজকে উপহার দেওয়া হবে। সেই সাথে পাবেন একটি সরকারি চাকরি। ভারতের ক্রিকেটাররা জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর অবশ্য পেনশন পান। তবে এই সরকারি চাকরি নিশ্চয়ই আরও নিশ্চিন্ত করবে সিরাজের ভবিষ্যৎ।
সিরাজ হায়দরাবাদ বিমানবন্দরে পা রাখতেই তাকে একনজর দেখতে ভিড় জমান প্রচুর সমর্থক। এ সময় ভিড় সামলাতে বেশ হিমশিম খেতে হয় ভারতের পেসারকে। ভারতের এবারের বিশ্বকাপ জয় এতটাই স্পেশাল যে, রীতিমত সুপারহিরোর খেতাব পাচ্ছেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্যরা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।