বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার ব্যাপারে মুখ খুললেন ডুসেন
দলের বাকিদের বিশ্বকাপের জন্য প্রস্তুত করাতেই মনোযোগ ডুসেনের।

বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার ব্যাপারে মুখ খুললেন ডুসেন
প্রকাশিত হয়েছে - 2024-05-23T20:52:09+06:00
আপডেট হয়েছে - 2024-05-23T20:52:09+06:00
দক্ষিণ আফ্রিকার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি র্যাসি ভ্যান ডার ডুসেনের। বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলের অধিনায়ক তিনি। আইপিএলে ব্যস্ত থাকায় এই সিরিজে নেই প্রোটিয়াদের গুরুত্বপূর্ণ অনেক ক্রিকেটারই। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
র্যাসি ভ্যান ডার ডুসেন। ছবি : গেটি ইমেজস
সিরিজ শুরুর আগে বিশ্বকাপ দলে নিজের জায়গা না পাওয়ার ব্যাপারে মুখ খুলেছেন ডুসেন। নিজের দুঃখ চেপে রেখে দলের তরুণদের বিশ্বকাপের জন্য প্রস্তুত করা এবং বিশ্বকাপে দলকে সমর্থন দেওয়ার মত পরিপক্ক কথাই বলেছেন তিনি।
ডুসেন জানান, ‘আমার মনে হয় না আমার কিছু প্রমাণ করার আছে। আমি কোন মানের ক্রিকেটার বিষয়টি আমার কাছে পরিষ্কার।’
বাস্তবতা মেনে নিয়ে ডুসেন বলেন, ‘হ্যাঁ কোচকে বিশ্বকাপের জন্য স্কোয়াড নির্বাচন করতে হত এবং এখানে কেবল ১৫ জন ক্রিকেটারই যেতে পারবে। তার এমন একটি কম্বিনেশন তৈরি করতে হবে যা দল এবং দেশ হিসেবে আমাদের জন্য সেরা সুযোগ সৃষ্টি করবে। এভাবে হয়ে থাকে এগুলো।’
ডুসেন আরও জানিয়েছেন, ‘আমি এমন কোনো পরিস্থিতিতে নেই যে আমি খুব বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলিনি। হ্যাঁ অধিনায়কত্ব আমার জন্য নতুন চ্যালেঞ্জ। আমার দিক থেকে আমাকে দলের ক্রিকেটারদের বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে সাহায্য করতে হবে। আদর্শভাবে আপনি চাইবেন পুরো স্কোয়াড একসাথে থেকে বিশ্বকাপের আগে কিছু ম্যাচ খেলতে। তবে আমরা জানি যারা আইপিএলে আছে তারা সেখানে তাদের কাজটাই করে যাচ্ছে।’
বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে লড়বে দক্ষিণ আফ্রিকা। সঙ্গী হিসেবে থাকছে বাংলাদেশ, নেপাল, নেদারল্যান্ডস। আগামী ৩ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ অভিযান।
একনজরে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড :
এইডেন মারক্রাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, বিয়র্ন ফরটুইন, রিজা হ্যানড্রিকস, মার্কো ইয়ানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, অ্যানরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রিয়ান রিকেলটন, তাবরাইজ শামসি ও ট্রিস্টান স্টাবস।
ট্রাভেলিং রিজার্ভ : নান্দ্রে বার্গার ও লুঙ্গি এনগিডি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime
Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।