বিসিবির কোচিং প্যানেলে যুক্ত হলেন সাবেক তিন ক্রিকেটার
কোচের দায়িত্ব পেয়েছেন তিন সাবেক ক্রিকেটার।

প্রকাশিত হয়েছে - 2024-07-05T12:40:00+06:00
আপডেট হয়েছে - 2024-07-05T14:49:29+06:00
দেশের ক্রিকেটে দেশি কোচদের কাজে লাগানোর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। সবশেষ বোর্ড সভায় তিন সাবেক ক্রিকেটারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। দায়িত্ব পেয়েছেন তুষার ইমরান, রাজিন সালেহ ও তারেক আজিজ। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন দেশের সাবেক তারকা রাজিন সালেহ, সঙ্গে আছেন তুষার ইমরানও। বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন তারেক আজিজ খান। বিদেশিদের তুলনায় খুব বেশি বেতন না হলেও তুষার ও তারেকের বেতন ১ লাখ ৩০ হাজার টাকা। রাজিন সালেহ কাজ করবেন দিনভিত্তিক।
ব্যক্তিগত কারণে তিনি লম্বা সময়ের জন্য চুক্তিতে যাননি। তিন মাসের চুক্তিতে দিনপ্রতি সাড়ে সাত হাজার টাকা বেতন পাবেন রাজিন। এর আগে এইচপি দলের সাথে কাজ করেছেন তিনি। এবার এইচপি দলের অস্ট্রেলিয়া সফরেও যাবেন এই সাবেক তারকা। রাজিন বলেন, "বিসিবি চেয়েছিল লম্বা সময়ের জন্য। কিন্তু সিলেটে আমার পরিবার আছে, আমি প্রিমিয়ার লিগেও কাজ করতে চাই। তবে আমি বছরের একটা নির্দিষ্ট সময় বিসিবির সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি।"
রাজিনের মতো বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে কাজ করছেন তারেক আজিজ। তার মতো তুষার ইমরানও এর আগে কাজ করেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে। এছাড়া নিয়োগ পেয়েছেন দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলা নাদিফ চৌধুরী। ৬০ হাজার টাকা বেতনে বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করবেন তিনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।