
বিসিবি থেকে দুর্জয়ের পদত্যাগ
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-09-04T17:42:43+06:00
আপডেট হয়েছে - 2024-09-04T17:42:43+06:00
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগ করেছেন নাইমুর রহমান দুর্জয়। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক দুর্জয় বিসিবির একজন পরিচালক ছিলেন। বিসিবির সাম্প্রতিক পালাবদলের মাঝে এবার পদ ছাড়লেন দুর্জয়। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
নাইমুর রহমান দুর্জয়।
গত ৫ আগস্ট তীব্র গণ আন্দোলনের মুখে পতন ঘটে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। পদত্যাগপত্র জমা দিয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের ফলে দেশের অনেক জায়গায় লেগেছে পরিবর্তনের হাওয়া। বিসিবিও তার ব্যতিক্রম নয়।
দীর্ঘ দিন বিসিবির সভাপতি পদে থাকা নাজমুল হাসান পাপন বেশ আগে থেকেই আছেন দেশের বাইরে। দেশের বাইরে থেকেই নিজের পদত্যাগপত্র ই-মেইলে পাঠিয়ে পদত্যাগ করেন তিনি। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) দুইজন পরিচালক জালাল ইউনুস এবং আহমেদ সাজ্জাদুল আলম ববিও পদ ছাড়েন। এই দুজনের পরিবর্তে নতুন পরিচালক হিসেবে এনএসসি মনোনয়ন দেয় ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিমকে। এর মধ্যে ফারুক আহমেদ নতুন বিসিবি সভাপতি হিসেবে নির্বাচিত হন।
বিসিবির পরিচালকদের অনেকেই বর্তমানে দেশে নেই। দেশজুড়ে চলা পরিবর্তন আর পদত্যাগের হিড়িক বিসিবিতেও চলছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে দুর্জয়ের নাম।
দীর্ঘদিন বিসিবিতে পরিচালক হিসেবে কাজ করেছেন নাইমুর রহমান দুর্জয়। মাঝে সংসদ সদস্যও ছিলেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অধীনে। সর্বশেষ জাতীয় নির্বাচনে অবশ্য দল থেকে মনোনয়ন পাননি দুর্জয়।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।