বিসিবি পরিচালকের দায়িত্ব থেকে সুজনের পদত্যাগ

প্রকাশিত হয়েছে - 2024-09-11T15:30:35+06:00
আপডেট হয়েছে - 2024-09-11T15:44:57+06:00
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। বিসিবি পরিচালক হিসেবে গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান ছিলেন সাবেক এই অধিনায়ক।
লম্বা সময় ধরে বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সুজন, কাজ করেছেন নানা গুরুত্বপূর্ণ ভূমিকায়। তবে সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর পরিচালকদের মধ্যে পদত্যাগের হিড়িক পড়লে সেই দলে যোগ দেন তিনিও।
এর আগে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন শফিউল আলম চৌধুরী নাদেল ও নাঈমুর রহমান দুর্জয়। ফারুক আহমেদ বিসিবি সভাপতি হওয়ার পর বোর্ড সভাতেও যোগ দিয়েছিলেন সুজন। তিনি পদত্যাগ করবেন, অনেকেই তার আভাস পাননি।
বিসিবি পরিচালক বা গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান ছাড়াও নানা ভূমিকায় দেশের ক্রিকেটে যুক্ত ছিলেন সুজন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পেছনে বড় ভূমিকা রাখা এই সাবেক ক্রিকেটার বিপিএল ও ডিপিএলে নিয়মিতই কোচিং করান। ক্রিকেটার তুলে আনার পেছনে আছে তার বড় ভূমিকা। বিসিবি থেকে পদত্যাগ করলেও আগামী দিনে সুজনকে অন্য কোনো ভূমিকায় দেখা যাবে কি না, সেই প্রশ্নের উত্তর আপাতত সময়ের হাতে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।