বুমরাহর সেরাটা আসার এখনো বাকি : লি
ভারতকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন জাসপ্রিত বুমরাহ

প্রকাশিত হয়েছে - 2024-07-12T12:22:53+06:00
আপডেট হয়েছে - 2024-07-12T12:22:53+06:00
১১ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আইসিসি টুর্নামেন্ট জিতেছে ভারত। যেখানে বড় অবদান রেখেছেন পেসার জাসপ্রিত বুমরাহ। টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফর্ম করা বুমরাহ হয়েছেন টুর্নামেন্ট সেরা। তবে অস্ট্রেলিয়ান কিংবদন্তী ব্রেট লির মতে, বুমরাহর সেরাটা আসার এখনো বাকি। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
জাসপ্রিত বুমরাহ
বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা বোলার বুমরাহ। টি-টোয়েন্টি বিশ্বকাপজুড়ে ওভারপ্রতি মাত্র ৪.১৭ রান খরচ করেছেন তিনি। আট ম্যাচে শিকার করেছেন ১৫ উইকেট। ফাইনালেও ডেথ ওভারে দুই ওভার বল করে মাত্র ছয় রান দিয়ে এক উইকেট নিয়ে ভারতকে জেতাতে সাহায্য করেন তিনি।
বুমরাহকে বিশ্বমানের বোলার আখ্যায়িত করেন সাবেক অজি তারকা ব্রেট লি। আলোচনা করেছেন ভারতীয় দলে বুমরাহর ভূমিকা নিয়ে।
স্পোটর্স টককে লি বলেন, " জাসপ্রিত বুমরাহর মতো একজন যার ভালো গতি আছে, সে এখনো দ্রুতগতির। সে টেস্ট ক্রিকেটে লাইন-লেংন্থে বল করতে পারে। সাদা বলে সে নতুন বলে বল করতে পারে। ডেথ ওভারে সে দারুণ, যদি ওভারপ্রতি ১২-১৩ রান লাগে, সে এমন সুইং করা ইয়র্কার করে যা খেলা প্রায় অসম্ভব। সে যেকোনো সময়েই বিশ্বসেরা। আমি তার ক্যারিয়ার উপভোগ করছি।"
এর আগে দীর্ঘদিন পর ২০২৩ সালপ চোট কাটিয়ে দলে ফেরেন বুমরাহ। আয়ারল্যান্ডের বিপক্ষে সেই সিরিজে দলের অধিনায়কত্ব করেন তিনি। এরপর থেকে ওয়ার্কলোড ম্যানেজ করে খেলে আসছেন ৩০ বছর বয়সী এই পেসার। লির মতে বয়সের সাথে পরিণত হচ্ছেন বুমরাহ।
" তার (বুমরাহ) সেরাটা আসার এখনো বাকি। সে অনেকটা বেনজামিনের বাটনের মতো, বয়সের সাথে সাথে আরো ভালো পরিণত হচ্ছেন।"
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।