
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হুট করে দেখা যাচ্ছে একপেশে ম্যাচ। সোমবার (১০ মে) আসরের ৫৬তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও মাত্র ১০ রানের খরচায় ৫ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন মুম্বাইয়ের জাসপ্রিত বুমরাহ, যিনি দেখেছেন নিজের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার।

ডিওয়াই পাতিল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান জড়ো করে কলকাতা। ভেঙ্কাটেশ আইয়ার ২৪ বলে ৪৩ এবং নিতিশ রানা ২৬ বলে ৪৩ রান করেন। এছাড়া আজিঙ্কা রাহানে ২৪ বলে ২৫ ও রিঙ্কু সিং ১৯ বলে ২৩ রানের অপরাজিত ইনিংস খেলেন।
মুম্বাইয়ের হয়ে বল হাতে দারুণ নৈপুণ্য দেখানো বুমরাহর ইনিংসে ছিল ১৮টি ডট বল। তার ৫ উইকেট শিকারের দিনে দুটি উইকেট শিকার করেন কুমার কার্তিক।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে মুম্বাই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ঈশান কিষাণ ছাড়া কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ৪৩ বলে ৫১ রান করেন কিষাণ। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে কাইরন পোলার্ডের ব্যাট থেকে, তাও ১৬ বলের মোকাবেলায়।

শেষপর্যন্ত ১৭.৩ ওভারে ১১৩ রানে থামে মুম্বাইয়ের ইনিংস। বিশাল জয়ের দিনে প্যাট কামিন্স তিনটি এবং আন্দ্রে রাসেল দুটি উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
টস : মুম্বাই ইন্ডিয়ান্স
কলকাতা নাইট রাইডার্স : ১৬৫/৯ (২০ ওভার)
ভেঙ্কাটেশ ৪৩, নিতিশ ৪৩
বুমরাহ ১০/৫, কুমার ৩২/২
মুম্বাই ইন্ডিয়ান্স : ১১৩/১০ (১৭.৩ ওভার)
কিষাণ ৫১, পোলার্ড ১৫
কামিন্স ২২/৩, রাসেল ২২/২
ফল : কলকাতা নাইট রাইডার্স ৫২ রানে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।