
বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টেয়েন্টি (বিপিএল) এর চতুর্থ আসরের তৃতীয় ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। বিপিএলের প্রথম দিনের দুই ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যাক্ত ঘোষণা করা হয়।
বিপিএলের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলার কথা ছিল বরিশাল বুলস ও চিটাগং ভাইকিংসের। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচের টসও মাঠে গড়ায়নি। দুপুর ২টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টি থাকায় সেই ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করে ম্যাচ রেফারি। ফলে আগের দুই ম্যাচের মতন এই ম্যাচেও দুই দল এক পয়েন্ট ভাগাভাগি করে নেয়।
সকাল থেকেই বৃষ্টির কারণে ঢাকা পড়েছিল সূর্য। ম্যাচ শুরু হতে বিলম্ব হওয়ায় বাংলাদেশ সময় বিকেল ৪.১০ মিনিটে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করে ম্যাচ অফিসিয়ালরা।
বিপিএলের প্রথমদিনের প্রথম ম্যাচ কুমিল্লা বনাম রাজশাহী দুই দলের মধ্যকার টস অনুষ্ঠিত হলেও বৃষ্টির কারণে সেটি আর মাঠে গড়ায়নি ফলে দুই দল এক পয়েন্ট ভাগাভাগি করে নেয়। প্রথম ম্যাচের মতন দ্বিতীয় ম্যাচও বৃষ্টির বাধাতে কোন বল মাঠে গড়ানোর পূর্বেই মাচটি পরিত্যাক্ত ঘোষণা করে ম্যাচ অফিসিয়ালরা।
বিপিএলের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ ঢাকা ডাইনাইমাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচেও বৃষ্টি হওয়ার প্রচুর সম্ভবনা রয়েছে।
-আফরিদ মাহমুদ রিফাত, প্রতিবেদক, বিডিক্রিকটিম ডট কম