বেঙ্গালুরুতে উইলির বদলি কেদার যাদব
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে আগেও খেলেছেন কেদার যাদব। এক কোটি রূপিতে তাকে এবার দলে নিয়েছে বেঙ্গালুরু।

প্রকাশিত হয়েছে - 2023-05-01T18:33:04+06:00
আপডেট হয়েছে - 2023-05-01T18:34:00+06:00
ইংল্যান্ড ক্রিকেটার ডেভিড উইলির বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চলতি আসতে মাত্র চারটি ম্যাচ খেলেছেন উইলি।
কেদার-যাদব
উইলির চোটের ধরণ কেমন তা বিস্তারিত জানানো হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষ থেকে কিংবা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। চোট নিয়ে ইতোমধ্যে ইংল্যান্ডে উড়াল দিয়েছেন উইলি, এতটুকু নিশ্চিত করা গিয়েছে।
ধারণা করা হচ্ছে বেঙ্গালুরুর সর্বশেষ ম্যাচ, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আন্দ্রে রাসেলের ইয়র্কারে পায়ের আঙুলে গিয়ে লাগে বলটি। ঐ চোটের কারণেই টুর্নামেন্টের বাকি অংশ খেলতে পারবেন না উইলি।
তার পরিবর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স দলে নিয়ে নিয়েছে কেদার যাদবকে। ২০২২ আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন জেদার যাদব। তবে ২০২২-২৩ মৌসুমের ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে ৯২.৫০ গড়ে করেছেন ৫৫৫ রান। তারপরেই বলেন,
“আমি এক বছর ক্রিকেট থেকে দূরে ছিলাম। তবে আমি অনুভব করতে পেরেছি আমি আমার প্যাশন মিস করছি অনেক। যখন আমি ফার্স্ট ক্লাস ক্রিকেটে খেলি তখন এটি খুব সহজেই পেয়ে যাই।”
বেঙ্গালুরুর হয়ে ১৭টি ম্যাচ খেলেছে আইপিএলের ২০১৬ ও ২০১৭ মৌসুমে। তারপর ট্রেডের মাধ্বকে তাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। সোমবার টুর্নামেন্টে নিজেদের নবম ম্যাচ খেলতে নামবে বেঙ্গালুরু, প্রতিপক্ষ লক্ষ্মৌ সুপার জায়ান্টস।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।