বোর্ডের সাথে চুক্তি থেকে বেরিয়ে আসলেন শামসি

প্রকাশিত হয়েছে - 2024-10-03T19:54:32+06:00
আপডেট হয়েছে - 2024-10-03T19:54:32+06:00
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সাথে থাকা চুক্তি থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন চায়নাম্যান বোলার তাবরাইজ শামসি। বিশ্বজুড়ে নানা লিগে খেলা সহজ করার জন্য এমন সিদ্ধান্ত শামসির।
শামসি তার বিবৃতিতে বলেন, "আমি ঘরোয়া ক্রিকেটের মৌসুমে আরো স্বাধীন থাকতে চাই যা আমাকে সব সুযোগ অন্বেষণে সাহায্য করবে এবং সবচেয়ে ভালোভাবে পরিবারের খেয়াল রাখতে পারব। প্রোটিয়াদের হয়ে খেলার ইচ্ছা বা সামর্থ্যে এ সিদ্ধান্তের কোনো প্রভাব থাকবে না।"
দলের প্রয়োজনে সব সময় তাকে পাওয়া যাবে বলে জানান শামসি। জাতীয় দলের খেলার চাইতে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা তার কাছে বেশি গুরুত্ব পাবে না বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, "যখনই প্রয়োজন হবে, আমি আমার দলের জন্য থাকব। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ আনা আমার স্বপ্ন। কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা আমার দেশের হয়ে খেলার চেয়ে গুরুত্বপূর্ণ না।"
২০২৪ সালের পিএসএলে করাচি কিংসের হয়ে দশ ম্যাচ খেলার কথা থাকলেও শামসি বোর্ড থেকে অনুমতি পান ছয় ম্যাচ খেলার। তখন দক্ষিণ আফ্রিকার টি-২০ টুর্নামেন্ট এসএ টি-২০ তে শামসিকে খেলানোর জন্য এনওসি দেয়নি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
এছাড়া এ বছরের সিপিএলেও শামসি খেলতে পারেননি তিন ম্যাচ। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার 'অ্যাওয়ার্ড নাইট' অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাকে ফিরতে হয় দক্ষিণ আফ্রিকায়। কোনো পুরস্কার শামসি না পেলেও উপস্থিত থাকতে হয় কারণ চুক্তিবদ্ধ সকল ক্রিকেটারকে উপস্থিত থাকতে হয় সেখানে। ধারণা করা হচ্ছে, এসব কারণেই শামসির এমন সিদ্ধান্ত। এ বছরের শুরুতে তার সতীর্থ নরকিয়াও নিজেকে সরিয়ে নেন চুক্তি থেকে।
শামসি সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন ২০২৪ টি-২০ বিশ্বকাপের ফাইনালে। সেই ম্যাচে ৩ ওভারে ২৬ রান দিয়েছিলেন, পাননি উইকেট। দক্ষিণ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত ৭০ আন্তর্জাতিক টি-২০, ৫১ আন্তর্জাতিক ওয়ানডে এবং ২ টেস্ট খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকটের সংখ্যা ১৬৭।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।