বোর্ড থেকে কোনো আশা নেই, তবে টি-টোয়েন্টিতে ফিরতে প্রস্তুত মালিক
২০২১ সালের নভেম্বরে সর্বশেষ পাকিস্তানের জার্সিতে খেলেছিলেন ৪১ বছর বয়সী শোয়েব মালিক। সেই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন।

প্রকাশিত হয়েছে - 2023-08-09T11:49:06+06:00
আপডেট হয়েছে - 2023-08-09T11:49:06+06:00
পাকিস্তান ক্রিকেট বোর্ড কিংবা অধিনায়ক চাইলে এখনও টি-টোয়েন্টি দলে ফিরতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক।
অধিনায়ক-কিংবা-বোর্ড-থেকে-কোনও-প্রত্যাশা-নেই-মালিকের
বয়স ৪২ ছুঁই ছুঁই… এখনও দিব্যি খেলে বেড়াচ্ছেন শোয়েব মালিক। তিনি যে কদিন পর ৪২-এ পা দিবেন সেটা তাঁর ফিটনেস দেখে বোঝার কোনো উপায় নেই। তাঁকে দেখলে মনে হবে এখনও চিরতরুণ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন ফিটনেস আরও ভালো হচ্ছে।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও পারফর্ম করছেন। তবে তিনি যে হাল ছাড়ছেন না। এখনও আশায় আছেন আবারও পাকিস্তান জাতীয় দলে ফেরার। পাক টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মালিক বলেন,
“যখন আমাকে পাকিস্তান দল থেকে বাদ দেওয়া হয়েছিল তখন আমার পারফরম্যান্স ও পরিসংখ্যান, দুটোই ভালো ছিল। আমি টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নিয়েছে। এই দুই ফরম্যাটে ফেরার ইচ্ছেও নেই। তবে তাঁরা যদি আমাকে ডাকে তাহলে আমি টি-টোয়েন্টিতে ফিরতে প্রস্তুত।”
তিনি আরও যোগ করেন, “তবে অধিনায়ক ও নির্বাচকদের কাছ থেকে আমি কোনো কিছু আশা করি না। এমনকি কারও কাছ থেকে আমার কোনো প্রত্যাশা নেই। আমি ফিট আছি, যতদিন উপভোগ করব, ততদিন খেলা চালিয়ে যাব।”
তিনি শুধু নিজের ব্যক্তিগত বিষয়েই কথা বলেননি, বিশ্বকাপ ইস্যুতেও কথা বলেছেন। এবারের বিশ্বকাপ হবে ভারতের মাটিতে। স্বাভাবিকভাবে বিশ্বকাপে সব দলের উপরেই চাপ থাকে। ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে না পারা পাকিস্তানকে নিয়ে এবার বড় স্বপ্ন দেখছেন মালিক।
“সকল অংশগ্রহণকারী দলই বিশ্বকাপে চাপে থাকবে। পাকিস্তানের ব্যাপারেও একই। তবে পাকিস্তান বিগত সময়ে দারুণ ক্রিকেট খেলছে ও বেশ কিছু ক্রিকেটার দুর্দান্ত ফর্মেও রয়েছে। আমার আশা এবার অনেক বড়।”