
বোলারদের নিয়ে খুশি মিরাজ, ব্যাটিংয়ে হতাশা
প্রকাশিত হয়েছে - 2024-11-26T22:52:49+06:00
আপডেট হয়েছে - 2024-11-26T22:52:49+06:00
অ্যান্টিগা টেস্টে ২০১ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচজুড়ে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি টাইগাররা। পঞ্চম দিনের প্রথম সেশনে তাই হেরেছে তেমন কোনো লড়াই করতে না পেরেই। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ম্যাচ শেষে হেসেছেন ক্যারিবিয়ান অধিনায়ক, হতাশ মিরাজ। ম্যাচে বাংলাদেশের জন্য সবচেয়ে ইতিবাচক দিক দ্বিতীয়
ইনিংসের বোলিং। তাসকিন আহমেদের আগুনে পেস বোলিংয়ের সামনে ধসে পড়েছে ক্যারিবিয়ানদের
ব্যাটিং ইউনিট। ৬ উইকেট শিকার করে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন তাসকিন। ম্যাচ শেষে
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বাহবা দিয়েছেন তাসকিনসহ বাকি বোলারদের। তবে ব্যাটিং
নিয়ে মিরাজের কণ্ঠে ঝরেছে হতাশা।
ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেন, ‘আমার মনে হয় আমরা অনেক ভালো বল করেছি। তাসকিন ৬ উইকেট নিয়েছে। তবে ৭ উইকেট পড়ার পর তারা বেশ ভালো জুটি গড়ে ফেলে। ম্যাচটা সেখানেই হেরে যাই। আমরা এই ম্যাচে ভালো ব্যাট করিনি। আমরা কিছু ভুল করেছি তবে এমনটা হতেই পারে। আমরা আশা করছি পরের ম্যাচে শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারব। আমরা জানি আমরা কোথায় ভুল করেছি এবং আমাদের ঘুরে দাঁড়াতে হবে। নিজেদের মধ্যে আলাপ হবে আমাদের। আমাদের ভালো পেস আক্রমণ রয়েছে তারা ভালো বল করেছে। আমাদের দলে তাইজুল (ইসলাম)ও রয়েছে যে কিনা প্রথম ইনিংসে ভালো করল। তাদের পারফরম্যান্স নিয়ে আমি বেশ খুশি।’
দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ৩০ নভেম্বর, জ্যামাইকাতে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।