ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে বিশ্বকাপ শেষ করল মেয়েরা
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচেও বাজেভাবে হেরেছে বাঘিনীরা।

ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে বিশ্বকাপ শেষ করল মেয়েরা
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-02-22T02:09:39+06:00
আপডেট হয়েছে - 2023-02-22T02:09:39+06:00
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটাতেও জিততে পারল না বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ আফ্রিকা নারী দলের কাছে ১০ উইকেটে হেরে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ করেছে বাংলাদেশ নারী দল। এই নিয়ে গ্রুপপর্বের সবগুলো ম্যাচেই হারল বাংলাদেশ।
পাত্তাই পেল না মেয়েরা। ছবিঃ গেটি ইমেজস
কেপটাউনের নিউল্যান্ডসে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার মুর্শিদা খাতুনের উইকেট হারায় বাংলাদেশ। ৬ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন মুর্শিদা। আরেক ওপেনার শামিমা সুলতানা ইনিংস শুরু করলেও লম্বা করতে পারেননি। দলীয় ২২ রানের মাথায় ১৬ বলে ১১ রানের ইনিংস খেলে আউট হয়ে যান তিনি।
পরে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সোবহানা মোস্তারি এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তৃতীয় উইকেট জুটিতে দুজন মিলে গড়েন ৩৩ রানের জুটি। তিনে নামা সোবহানা ৩০ বলে ২৭ রানের ইনিংস খেলে দলের ৫৫ রানের মাথায় বিদায় নেন। তবে নিগার এগিয়ে যাচ্ছিলেন।
পাঁচে নামা স্বর্ণা আক্তারকে সাথে নিয়ে আরও কিছুক্ষণ ব্যাট করেন নিগার। স্বর্ণা খেলেন ১১ বলে ১১ রানের ইনিংস। দলীয় ৮০ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরে যান স্বর্ণা। এর কিছুক্ষণ পরই আউট হন নিগারও। আউট হওয়ার আগে ৩৪ বলে ৩০ রানের লড়াকু এক ইনিংস খেলেন নিগার।
এরপর বাকি ব্যাটাররা তেমন আহামরি কিছু করতে পারেননি। শেষদিকে লড়াইয়ের চেষ্টা চালিয়েছিলেন নাহিদা আক্তার। ১১ বলে ১৫ রানের দারুণ একটি ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। আর নাহিদার এই ইনিংসের কল্যাণেই কিছুটা ভদ্রস্থ চেহারা পায় বাংলাদেশের স্কোরবোর্ড। শেষমেশ ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১১৩ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। শেষপর্যন্ত টিকে থেকে ১১ বলে ১৫ রানের ইনিংস খেলেন নাহিদা। অন্যদিকে ৪ বলে ৫ রান করে অপরাজিত ছিলেন লতা মন্ডল।
এবারের বিশ্বকাপে সব ম্যাচেই হেরেছে মেয়েরা। ছবিঃ গেটি ইমেজস
দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট শিকার করেন মারিজান্নে কাপ এবং আয়াবোঙ্গা খাকা। এছাড়া ১টি করে উইকেট নেন শাবনিম ইসমাইল এবং ননকুলুলেকো ম্লাবা।
১১৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বেশ সাবলীল ছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার লাউরা ওলভার্টড এবং তাসমিম ব্রিটস। শুরুতে একদমই ঝুঁকি নেননি দুই ওপেনার। আগাচ্ছিলেন একদম ধীরেসুস্থে। পাওয়ারপ্লের ৬ ওভার থেকে কোনো উইকেট না হারিয়ে ২৬ রান তোলে প্রোটিয়া মেয়েরা।
এরপর ধীরে ধীরে রানের গতি বাড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে ছিল না কোনো তাড়াহুড়া, ছিল না অপ্রয়োজনীয় ঝুঁকি। একদম মাপা শট খেলে রান বের করেছেন লাউরা এবং ব্রিটস। কার্যকরী ব্যাটিংয়ে ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১১৪ রান তাড়া করতে ঠিক যেরকম ব্যাটিংটা করা দরকার সেটাই করে দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা।
সহজেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। ছবিঃ গেটি ইমেজস
প্রোটিয়াদের সাবলীল ব্যাটিংয়ের সামনে অসহায় লেগেছে বাংলার বোলারদের। বহু চেষ্টা করেও উইকেট তুলতে পারেনি বাংলাদেশ। স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে থাকা লাউরা এবং ব্রিটস দুজনই তুলে নিয়েছেন ফিফটি। শেষমেশ এই দুজনই দলকে জিতিয়ে তারপর মাঠ ছেড়েছেন। বাংলাদেশের করা ১১৩ রান ১৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা, জয়লাভ করে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। শেষপর্যন্ত অপরাজিত থেকে ৫৬ বলে ৬৬ রানের ইনিংস খেলেন লাউরা। অন্যদিকে ৫১ বলে ৫০ রান করে টিকে ছিলেন ব্রিটস।
বাংলাদেশের বোলারদের অনেকেই হাত ঘোরালেও কেউই উইকেট তুলতে পারেননি, সবাই ছিলেন উইকেটশুন্য।
এই হারের ফলে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে বিশ্বকাপ অভিযান শেষ করল বাংলাদেশ। গ্রুপপর্বের ৪ ম্যাচের সবগুলোতেই হেরেছে টাইগ্রেসরা। প্রতিরোধও গড়তে পারেনি কোনো ম্যাচে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।