ব্যাঙ্গালুরুতে রাচিনের সেঞ্চুরি, লড়ছে ভারত
ম্যাচে এখনও ১২৫ রানে এগিয়ে নিউজিল্যান্ড।

ব্যাঙ্গালুরুতে রাচিনের সেঞ্চুরি, লড়ছে ভারত
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-10-18T19:43:19+06:00
আপডেট হয়েছে - 2024-10-18T19:43:19+06:00
ব্যাঙ্গালুরু টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ১২৫ রানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ব্যাটিং ধসের পর দ্বিতীয় ইনিংসে দারুণভাবে লড়ে যাচ্ছেন ভারতের ব্যাটাররা। এর আগে নিউজিল্যান্ডের হয়ে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন রাচিন রবীন্দ্র। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
অসাধারণ এক সেঞ্চুরি হাকিয়েছেন রাচিন।
৩ উইকেটে ১৮০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল
নিউজিল্যান্ড। ক্রিজে টিকে থাকা ড্যারিল মিচেল এবং রাচিন রবীন্দ্রর জুটিটা
বেশিক্ষণ টেকেনি। ৪৯ বলে ১৮ রানের ইনিংস খেলে বিদায় নেন মিচেল। এক প্রান্ত ধরে
এগোতে থাকেন রাচিন। ফিফটি ছুঁয়ে এগোতে থাকেন সামনের দিকে।
দারুণ সাবলীল এবং কার্যকরী ব্যাটিংয়ে এগোতে থাকেন রাচিন। তবে আরেক প্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল চলছিল। কেউই বেশিক্ষণ ক্রিজে টিকতে পারছিলেন না। ৮ বলে ৫ রান করেন টম ব্লান্ডেল। গ্লেন ফিলিপস খেলেন ১৮ বলে ১৪ রানের ইনিংস। মাঝে টিম সাউদির সাথে দারুণ একটি জুটি হয় রাচিনের। দুজনের লড়াকু ব্যাটিংয়ে এগোতে থাকে নিউজিল্যান্ডের ইনিংস।
রাচিন-সাউদির জুটিতে চড়ে লিড বাড়ায় নিউজিল্যান্ড।
দারুণ এক ফিফটি হাঁকান সাউদি। আউট হওয়ার আগে খেলেছেন ৭৩ বলে ৬৫ রানের ঝলমলে এক ইনিংস। ৮ম উইকেটে সাউদি এবং রাচিন মিলে যোগ করেন ১৩৭ রান। অন্যদিকে রাচিন ছুঁয়ে ফেলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। দারুণ লড়াকু ব্যাটিংয়ে দলের রানকে ৪০০ পার করান রাচিন। এরপর আর বেশিক্ষণ টেকেনি নিউজিল্যান্ডের ইনিংস। ৪০২ রানের মাথায় প্রথম ইনিংসে অলআউট হয় কিউইরা। শেষ ব্যাটার হিসেবে আউট হন ১৫৭ বলে ১৩৪ রানের ইনিংস খেলা রাচিন রবীন্দ্র।
ভারতের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব। এছাড়া ২ উইকেট তোলেন মোহাম্মদ সিরাজ। ১টি করে উইকেট নেন জাসপ্রীত বুমরাহ এবং রবিচন্দ্রন অশ্বিন।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ড পায় ৩৫৬ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কিছুটা চালিয়ে খেলেছে ভারত। উদ্বোধনী জুটি থেকে চলে আসে ৭২ রান। ৫২ বলে ৩৫ রানের ইনিংস খেলে বিদায় নেন যশস্বী জাইসওয়াল।
অধিনায়ক রোহিত শর্মা পেয়েছেন ফিফটির দেখা। ভালো শুরু পেয়ে ভালোই খেলছিলেন। তবে ফিফটির পরই থামতে হয়েছে রোহিতকে। ৬৩ বলে ৫২ রানের ইনিংস খেলে দলীয় ৯৫ রানের মাথাতে বিদায় নেন রোহিত।
কোহলি-সরফরাজের ব্যাটে চড়ে পাল্টা জবাব দিয়েছে ভারত। দুই ওপেনার আউট হওয়ার পর দলের হাল ধরেন বিরাট কোহলি
এবং সরফরাজ খান। দুজনের দারুণ সাবলীল ব্যাটিংয়ে এগোতে থাকে ভারত। সরফরাজ একটু
চালিয়ে খেললেও কোহলি এগিয়েছেন রয়েসয়ে। অযথা ঝুঁকি নিয়ে তেড়েফুঁড়ে না খেলে কার্যকরী
ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন কোহলি এবং সরফরাজ। সাথে দলের চাহিদা মিটিয়ে
রানও তুলেছেন। একটু একটু করে নিউজিল্যান্ডের বিশাল লিডের কাছাকাছি চলে যেতে থাকে
ভারত।
ফিফটির দেখা পেয়েছেন দুজনই। ফিফটির পরেও ছুটেছে দুজনের ব্যাট। আরও এগিয়ে নিয়ে গেছেন দলকে। একদম শেষ বিকেলে দিনের খেলা যখন প্রায় শেষ ঠিক তখনই বেঁধেছে বিপত্তি। গ্লেন ফিলিপসের বলে আউট হয়েছেন কোহলি। পরে রিভিউ নিয়েও আর বাঁচতে পারেননি। সেখানেই শেষ হয়েছে দিনের খেলা।
দিনের শেষ বলে আউট হয়েছে কোহলি।
দ্বিতীয় ইনিংসে ৪৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩১ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ভারত। ১০২ বলে ৭০ রানের ইনিংস খেলে বিদায় নিয়েছেন কোহলি। ৭৮ বলে ৭০ রান করে ক্রিজে টিকে আছেন সরফরাজ। এখনও ১২৫ রানে এগিয়ে আছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট শিকার করেছেন অ্যাজাজ প্যাটেল। ১ উইকেট নেন গ্লেন ফিলিপস।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।