ব্যাটিংয়ে উজ্জ্বল সাকিব, তবুও হারল দল
ঝড়ো ইনিংস খেলেছেন সাকিব, বল করতে দেখা যায়নি তাকে
তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-12-14T21:15:44+06:00
আপডেট হয়েছে - 2024-12-14T21:15:44+06:00
Galle Marvels vs Jaffna Titans
Pallekele International Cricket Stadium
Galle Marvels
105/7 (10)
Jaffna Titans
109/3 (8.3)
Jaffna Titans won by 7 wickets
ম্যান অব দ্য ম্যাচ | Kusal Mendis (Sri Lanka) |
লঙ্কা টি-টেনে গল মার্ভেলসকে ৭ উইকেটে হারিয়েছে জাফনা টাইটান্স। আগে ব্যাট করতে নেমে গলের ইনিংসে সর্বোচ্চ ২১ রান করেন অ্যালেক্স হেলস। ১৩ বলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন সাকিব আল হাসান। গলের ইনিংস থামে ৭ উইকেটে ১০৫ রান করে। জবাবে কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কাদের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় পায় জাফনা।[গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
পাল্লেকেলেতে গল মার্ভেলসের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জাফনা টাইটান্স। অ্যালেক্স হেলস ও নিরোশান ডিকভেলার ব্যাটে ভালো শুরু পায় গল মার্ভেলস। উদ্বোধনী জুটিতে ৩২ রান তোলে গল। রানআউট হন দুইজনই। ইনিংস সর্বোচ্চ ২১ রান আসে হেলসের ব্যাট থেকে।
ক্রিজে এসে ইনিংসের চতুর্থ ওভারে জর্জ গারটনকে ডিপ এক্সট্রা কভার ও লং অন অঞ্চল দিয়ে বাউন্ডারি হাঁকান সাকিব। সাকিবের সাথে জুটি গড়ে গলকে এগিয়ে নেন ভানুকা রাজাপক্ষে। ডোয়াইন প্রিটোরিয়াসের করা ইনিংসের ষষ্ঠ ওভারে দুই ছক্কা হাঁকান তিনি।
পরের ওভারে দেখা মেলে সাকিব ঝলকের। ট্রেভিন ম্যাথিউ এর করা ওভারের চতুর্থ বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকান সাকিব। পরের বলেই ডিপ মিড উইকেট দিয়ে বল সীমানাছাড়া করেন তিনি। কিন্তু ওভারের শেষ বলে এলবিডব্লিউ হন সাকিব। ১৩ বলে তিনটি চার ও এক ছক্কায় ২০ রান করেন টাইগার অলরাউন্ডার। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১০৫ রানে থামে গল।
জবাব দিতে নেমে দুই ওপেনার কুশল মেন্ডিস ও টম কোহলার ক্যাডমোরের ব্যাট ভালো শুরু পায় জাফনা। শুরু থেকে আগ্রাসী ছিলেন কুশল মেন্ডিস। ইনিংসের চতুর্থ ওভারে গলের অধিনায়ক মহীশ থিকশানাকে টানা তিন ছক্কা হাঁকান তিনি। ওই ওভারে থেকে আসে ৩০ রান। মাত্র চার ওভারে ৫৩ রান তোলেন তারা দুই ওপেনার।
ম্যাচে বল করতে দেখা যায়নি সাকিবকে। গতকাল বোলিং অ্যাকশন পরীক্ষায় ইসিবির নিষেধাজ্ঞায় পড়ার পর টি-টেনে বোলিংয়ে দেখা যায়নি সাকিবকে। ১৬ বলে চার ছক্কা হাঁকিয়ে ৩১ রান করেন কুশল। এরপর চারিথ আসালঙ্কা ও টম কোহলার ক্যাডমোরের ব্যাটে সহজেই জয় পায় জাফনা। টম কোহলার ক্যাডমোর করেন ২১ বলে ৩২ রান, ১১ বলে ২৫ রান আসে আসালঙ্কার ব্যাট থেকে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।