
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১৩তম ম্যাচে টস জিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে মুলতান সুলতান্স।
আজকের ম্যাচের জন্য মুলতান তাদের সর্বশেষ খেলা ম্যাচের একাদশ থেকে কোন পরিবর্তন না আনলেও মোট দুটি পরিবর্তন এনে মুলতানের বিপক্ষে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে কোয়েটা। আগের ম্যাচে না খেলা দুই ক্রিকেটার বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদের সাথে রমিজ রাজা জুনিয়রকে অন্তর্ভুক্ত করেছে কোয়েটা। তাদের একাদশে জায়গা করে দিতে আজকের ম্যাচে খেলা হচ্ছে না কেভিন পিটারসেন ও আসাদ শফিকের।
চলমান পিএসএলের এবারের আসরে সমান চার ম্যাচ খেলে দুই জয় আর এক ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে মুলতানের অবস্থান পয়েন্ট তালিকার দুইয়ে। এক পয়েন্ট কম নিয়ে ঠিক তাদের পরবর্তীস্থানেই অবস্থান রিয়াদদের। তাই আজকের ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় পরিবর্তন আনার সুযোগ থাকছে আগের দুই আসরে রানার্স-আপ হওয়া কোয়েটার।
এবারের আসরে আজকের ম্যাচটিই হতে যাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের শেষ ম্যাচ। নিদাহাস ট্রফিতে জাতীয় দলের সাথে যোগ দিতে আগামীকালই আরব আমিরাত ছাড়ার কথা রয়েছে তার। এবারের আসরে এর আগে এক ম্যাচে সুযোগ পেলেও ব্যাট কিংবা বল করার সুযোগ পাননি তিনি। একটি ক্যাচ নিয়েই দলের জয়ে অবদান রাখতে হয় তাকে।
পিএসএলের দ্বিতীয় আসরে একই দল কোয়েটার হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। আগের আসরে মোট ৬ ম্যাচ খেলে ৩ ইনিংসে ব্যাট করে নিজের নামের প্রতি তেমন সুবিচার না করতে পারলেও বল হাতে দলকে ম্যাচ জেতানোর সুখস্মৃতি রয়েছে তার। যা নিঃসন্দেহে এবারের আসরেও ভালো করতে বাড়তি অনুপ্রেরণা হয়ে কাজ করবে বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ এ ক্রিকেটারের জন্য। প্রসঙ্গত, গত আসরে ব্যাট হাতে অপরাজিত সর্বোচ্চ ২৯ রানসহ ৩ ইনিংসে মোট ৩৭ রান করেছিলেন রিয়াদ। পক্ষান্তরে বল হাতে ৫ ইনিংসে বল করে মোট ৭ উইকেট শিকার করেছিলেন তিনি।
লাইভ স্কোর-
আরও পড়ুনঃনিদাহাস ট্রফিতে নেই সাকিব, বদলি লিটন