██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ব্যাটে-বলে উজ্জ্বল বর্ষণ, রুপগঞ্জ টাইগার্সের জয়

বর্ষণের অলরাউন্ড নৈপুণ্যে জিতেছে দল।

ব্যাটে-বলে উজ্জ্বল বর্ষণ, রুপগঞ্জ টাইগার্সের জয়

ব্যাটে-বলে উজ্জ্বল বর্ষণ, রুপগঞ্জ টাইগার্সের জয়

প্রকাশিত হয়েছে - 2024-04-07T18:09:06+06:00

আপডেট হয়েছে - 2024-04-07T18:09:06+06:00

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে বৃষ্টি আইনে ৩১ রানে হারিয়েছে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। বৃষ্টির কারণে ম্যাচের দ্বিতীয় ইনিংস নেমে এসেছিল ৪৩ ওভারে। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স দেখিয়ে রুপগঞ্জ টাইগার্সের জয়ে অবদান রেখেছেন রহনত দৌলা বর্ষণ।   [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

 রহনত দৌলা বর্ষণ। ছবি : গেটি ইমেজস

সাভারে বিকেএসপির ৩ নম্বর মাঠে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। ব্যাট করতে নেমে শুরুটা অত ভালো হয়নি রুপগঞ্জ টাইগার্সের। দলের মাত্র ৮ রানের মাথায় সাজঘরে ফিরে যান দুই ওপেনার আরাফাত সানি জুনিয়র এবং আইচ মোল্লাহ। রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন সানি। অন্যদিকে আইচ খেলেন ১৩ বলে ৫ রানের ইনিংস।

এরপর দলের হাল ধরেন ফরহাদ হোসেন। মাঝে আব্দুল্লাহ আল মামুন ১১ বলে ৬ রান করে সাজঘরে ফিরে যান। পরে ফরহাদের সাথে যোগ দেন শামসুর রহমান শুভ। ভালোভাবেই এগিয়েছে দুজনের ইনিংস। দলের ৬১ রানের মাথায় আউট হওয়ার আগে ফরহাদ খেলেন ৪৪ বলে ২৫ রানের ইনিংস।


শামসুর টিকে ছিলেন। দারুণ দায়িত্বশীল ব্যাটিংয়ে অসাধারণ এক ফিফটিও তুলে নেন শামসুর। ৮০ বলে ৫৭ রানের ইনিংস খেলেন শামসুর। শেষ দিকে ২০ বলে ১২ রান করেন সোহাগ গাজী। এছাড়া ২৬ বলে ২১ রানের ইনিংস খেলেন রহনত দৌলা বর্ষণ। ৩৯.১ ওভারের মাথায় ১৪৯ রান তুলে অলআউট হয় রুপগঞ্জ টাইগার্স।


ব্রাদার্সের হয়ে ৩ উইকেট শিকার করেন মনির হোসাইন। এছাড়া ২টি করে উইকেট নেন নাঈম ইসলাম জুনিয়র, রাহাতুল ফেরদৌস এবং আবু জায়েদ রাহি।

 রহনত দৌলা বর্ষণ। ছবি : গেটি ইমেজস

জবাব দিতে নেমে বোর্ডে রান তোলার আগেই ওপেনার রহমতউল্লাহ আলীর উইকেট হারিয়ে ফেলে ব্রাদার্স। ২ বলে ০ রান করে আউট হয়ে সাজঘরে ফিরে যান রহমতউল্লাহ। এরপর ইমতিয়াজ হোসেন এবং রাহাতুল ফেরদৌস মিলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। দলের ৪৩ রানের মাথা ২৯ বলে ১৬ রান করে সাজঘরে ফিরে যান রাহাতুল। পরের ওভারেই আউট হয়েছেন ইমতিয়াজ। ৫৬ বলে ২২ রানের ইনিংস খেলেন তিনি।

 

এরপর ২৩ বলে ১১ রান করেন মাহমুদুল হাসান। মাঝে আবদুল মজিদ কিছুক্ষণ প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়েছেন। সাথে ছিলেন মারাজ মাহবুব নিলয়। তবে দুজনের জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। মারাজ আউট হন ৩৮ বলে ১৭ রান করে, দলের ১০৬ রানের মাথায়। একই ওভারে আউট হয়েছেন মজিদ, দলের বোর্ডে তখন ১০৭ রান।


বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংসে কার্টেল ওভারে খেলা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ৪৩ ওভারে ব্রাদার্সের লক্ষ্য দাঁড়ায় ১৪৮ রান। তবে মজিদের আউটের পর বাকি ব্যাটারদের কেউ দায়িত্ব নিয়ে খেলতে পারেননি। ফলে একের পর এক টপাটপ উইকেট হারিয়ে মাত্র ১১৬ রানের মধ্যেই গুঁটিয়ে যায় ব্রাদার্স। ফলে ৩১ রানের জয় পায় রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

 

রুপগঞ্জ টাইগার্সের হয়ে ৪ উইকেট শিকার করেন মোহাম্মদ আবু হাসিম। এছাড়া ২টি করে উইকেট নেন আব্দুল্লাহ আল মামুন এবং রহনত দৌলা বর্ষণ। এছাড়া ১ উইকেট তোলেন নাবিল সামাদ।


এই ম্যাচে জেতার ফলে এবারের আসরে প্রথম জয়ের দেখা পেল রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। ৯ ম্যাচ খেলে ১ জয়ের ফলে ২ পয়েন্ট সংগ্রহ করে বর্তমানে টেবিলের একদম তলানিতে অর্থাৎ ১২ নম্বরে আছে রুপগঞ্জ টাইগার্স। ৯ ম্যাচে ৯ জয় তুলে শীর্ষে আছে আবাহনী লিমিটেড।

 


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।                                                        

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 


 

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.