ভারতকে হারিয়ে বাকি থাকা লক্ষ্য পূরণ করতে চান কামিন্স
বর্ডার-গাভাস্কার ট্রফি জিততে চান কামিন্স।

ভারতকে হারিয়ে বাকি থাকা লক্ষ্য পূরণ করতে চান কামিন্স
প্রকাশিত হয়েছে - 2024-11-21T18:23:37+06:00
আপডেট হয়েছে - 2024-11-21T18:23:37+06:00
রাত পোহালেই মাঠে গড়াবে বর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। পার্থে সিরিজের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন দুই দলের দুই অধিনায়ক, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এবং ভারতের জাসপ্রীত বুমরাহ। দুজনই জানিয়ে গেছেন দল চায় সফল হতে, জিততে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
দুই অধিনায়ক, দুজনই পেসার।
সর্বশেষ দুইবার বর্ডার-গাভাস্কার ট্রফিতে ঘরের মাঠে
ভারতের কাছে হেরেছিল অস্ট্রেলিয়া। বর্তমান দলের অনেকেই এই ট্রফি জিততে পারেনি।
ওয়ানডে বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ, অ্যাশেজসহ মর্যাদাপূর্ণ প্রায় সব ট্রফিই
জেতা হয়ে গেলেও এই ট্রফিটা বাকি আছে অজি অনেক ক্রিকেটারের। ফলে এবার সেই বাকি থাকা
লক্ষ্যটা পূরণ করতে চান অজি অধিনায়ক প্যাট কামিন্স, হারাতে চান ভারতকে।
সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, ‘আমার মনে হয়, ড্রেসিং রুমের অর্ধেক সদস্যই বর্ডার-গাভাস্কার ট্রফি জেতেনি। আমাদের জন্য তাই এটা শেষ একটি লক্ষ্য, যেটি পূরণ করার বাকি আছে।’
কামিন্স আরও বলেন, ‘গত কয়েক বছরে অন্য প্রায় সব চ্যালেঞ্জেই আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি এবং ভালো করেছি। আরও একটি বছর, আরেকটি অস্ট্রেলিয়ান গ্রীষ্মে সেটি করতে পারলে সবকিছু একটা পূর্ণতা পাবে। এটা দুই-তিন মৌসুমের ব্যাপার শুধু নয়, প্রায় অর্ধেক প্রজন্মের ব্যাপার। বিশ্বের সেরা দলগুলির একটি ভারতকে এখানে পেয়ে আমরা তাই দারুণ রোমাঞ্চিত।’
ভারতের শিবিরে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা নেই। পিতৃত্বকালীন ছুটিতে থাকায় প্রথম টেস্টে পার্থে তাকে পাচ্ছে না ভারত। তবুও ভারতকে হালকাভাবে নিতে নারাজ কামিন্স। অজি অধিনায়ক বলেন, ‘আমাদের দলের প্রায় সবাই আইপিএলে খেলেছি এবং দেখেছি, (ভারতের) নতুনরা কীভাবে এসে সরাসরিই মানিয়ে নেয়। ওরা এবার নিয়মিত দু-একজনকে পাচ্ছে না, তবে আমরা খুব ভালো করেই জানি, যাদেরকে তারা বেছে নেবে, তারা টেস্ট ক্রিকেট খেলার মতো যথেষ্টই ভালো।’
এছাড়া ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নার অবসরে যাওয়ায় ফাঁকা হওয়া স্থানে এবার সুযোগ পেতে যাচ্ছেন ন্যাথান ম্যাকসুয়েনি। তার ব্যাপারে কামিন্স বলেন, ‘ডেভির (ওয়ার্নার) মতো একজনের ঘাটতি পূরণ করা অনেক দিক থেকেই কঠিন। তবে ন্যাথানের মতো একজনের জন্য গুরুত্বপূর্ণ হলো, মাঠে নেমে নিজের সহজাত খেলাটা খেলতে পারে। ডেভির মতো ৮০ স্ট্রাইক রেটে ছোটার প্রয়োজন নেই তার।’
প্যাট কামিন্স। পার্থে মিচেল মার্শের বোলিংয়ে আস্থা রাখার কথাও
জানিয়েছেন কামিন্স, ‘সে (মার্শ) অবশ্যই এই টেস্টে বল করবে। সে একজন অলরাউন্ডার এবং
যেভাবে আমাদের চারজন বোলার রয়েছে আসলে আমরা কখনওই একজন অলরাউন্ডারের জন্য অনেক
ওভার রেখে দেই না। আমরা কখনও কোনো বোলারের জন্য সর্বোচ্চ সীমা বেঁধে দেই না। তবে
সে প্রস্তুত আছে এবং দলের প্রয়োজনে যতটুকু দরকার ততটুকু বল করতে খুশি আছে। আমি হয়ত
চাইব প্রতি ইনিংসে অল্প কিছু স্পেল করুক। এই সপ্তাহে সে দারুণ বল করেছে। তার শরীরও
একদম ঠিকঠাক অবস্থায় আছে।’
এছাড়া ঘরোয়া ক্রিকেটে বল হাতে সফল হওয়া মারনাস লাবুশেনকেও বোলিং করানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন কামিন্স, ‘সে (লাবুশেন) সবসময় চেষ্টা করে বল হাতে নিজেকে মেলে ধরতে। সে বোলিং ভালোবাসে। সে এমন একজন যে কিনা সবসময় ম্যাচে থাকতে চায়। কুইন্সল্যান্ডের হয়ে দারুণ কিছু ওভার করেছে সে। অবশ্যই সে কিছুটা লেগ স্পিন, অফ স্পিন করেছে আগে এখন পেস বোলিং করছে। আমি নিশ্চিত কোনো এক পর্যায়ে সে বল করতে পারবে এবং কিছু বাউন্সারও করবে। আমরা হয়ত এমন কিছু চাইতে পারি ম্যাচের কোনো এক পর্যায়ে।’
নিজের ব্যাপারে কামিন্স জানান, ‘আমার দারুণ লাগছে। এর চেয়ে ভালো লিড হয়ত আমি চাইতে পারতাম না। আশা করছি ভালো একটি গ্রীষ্মের মৌসুম কাটবে। আমি অনেক ভাগ্যবান যে নিজেকে গড়ার জন্য ৪-৫ মাস সময় পেয়েছি। আমি এখন যথেষ্ট শক্ত আছি, সতেজ এবং যথেষ্ট ফিট রয়েছি যা অনেক দিনের মধ্যে সবচেয়ে বেশি।’
আগামীকাল ২২ নভেম্বর পার্থের অপটাস স্টেডিয়ামে মাঠে গড়াবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে শুরু হবে খেলা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।