Scores

ভারতের ‘গুরুদায়িত্ব’ নিতে চান আগারকার

দল যত বড়, সেই দলের দায়িত্বও তত কঠিন। তবে অজিত আগারকার নিজ ইচ্ছায়ই ভারতের প্রধান নির্বাচকের আসনে বসতে চাইছেন। দায়িত্বটির জন্য তার আবেদন প্রধান নির্বাচকের সম্ভাব্য হিসাবনিকাশকেও পাল্টে দিয়েছে।

ভারত দলের ‘গুরুদায়িত্ব’ নিতে চান আগারকার

জানুয়ারির ২ তারিখ পর্যন্ত জাতীয় দলের নির্বাচকের ভূমিকায় আবেদনের সময়সীমা ছিল। শেষদিকে এসে ভারতের সাবেক পেসার আগারকারকেই ভাবা হচ্ছে প্রধান নির্বাচকের ভূমিকায় সবচেয়ে সুবিধাজনক অবস্থানে। এর আগে মুম্বাই সিনিয়র কমিটির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার।

Also Read - ম্যাচ হেরেও রমিজের প্রশংসা কুড়াল বাংলাদেশভারতের হয়ে ২৬টি টেস্ট, ১৯১ ওডিআই ও তিনটি টি-টোয়েন্টি খেলা আগারকার একদম শেষ সময়ে এসে নির্বাচকের পদে আবেদন করেছেন। কিন্তু আবেদনের পরপরই তিনিই দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা নাম।

বিসিসিআইর এক কর্তার ভাষ্য-

‘অজিতের দৌঁড়ে ঢুকে পড়াটা চমকপ্রদ বিষয়। ও এমন একজন যে আবেদন জানানোর আগে অনেক কিছু ভেবেছে। কেউ যদি ভেবে থাকে অন্য কেউ চেয়ারম্যানের পদের জন্য এগিয়ে তা হলে তাদের আবার নতুন করে ভাবতে হবে। এখন দেখার বিষয়, কে কে থাকে তালিকায়।’

অজিত আগারকার ছাড়াও চেতন শর্মা, লক্ষণ শিবারামাকৃষ্ণণের নাম প্রধান নির্বাচক হিসেবে উচ্চারিত হচ্ছে বেশি। এতদিন শিবারামাকেই সবাই এগিয়ে রাখছিলেন প্রধান নির্বাচকের পদের জন্য। তবে আগারকারের আবেদনের পর দৌড়ে যেন কিছুটা পিছিয়েই পড়েছেন তিনি।

আবেদনকারীদের মধ্যে দুইজনকে বেছে নেওয়া হবে নির্বাচক হিসেবে, যাদের একজন হবেন প্রধান নির্বাচক। যতীন পরাঞ্জপের এখনও নির্বাচক হিসেবে এক বছর বাকি থাকায় আপাতত তার জায়গায় কাউকে নেওয়া হবে না। বর্তমান নির্বাচন কমিটির এমএসকে প্রসাদ ও গগন খোডার জায়গায়ই নিয়োগ পাবেন নতুন দুইজন।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

একাদশে সুযোগ পাওয়ার মত নন মাশরাফি!

মাশরাফির দলে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন আগারকার

সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন সাকিব!

“মুস্তাফিজ মালিঙ্গার মতো গুরুত্বপূর্ণ”