
ভারতের সাথে একমাত্র টেস্ট ম্যাচ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার বিকেলে দেশে এসে পৌঁছায় দল। ভারতের আতিথেয়তায় মুগ্ধ বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

ম্যাচে দর্শক ছিল। ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা ছিল। শেষ দিনে প্রায় সাড়ে দশ হাজার দর্শকের উপস্থিতি চোখে পড়েছে। এছাড়া সম্প্রচারকারীরাও ভাল মুনাফা পেয়েছে এ টেস্ট থেকে। তাহলে কি ভবিষ্যতে বার বার ভারতের মাঠে দেখা যাবে টাইগারদের ?
প্রশ্নটা ছুড়ে দেয়া হয়েছিল হায়দ্রাবাদ ক্রিকেটের সভাপতিকে। জবাবে তিনি জানান,”বাংলাদেশকে এখানে আতিথেয়তা দিতে পেরে আমরা খুশি। আমরা অদূর ভবিষ্যতে আবারো তাদের দেখতে চাই।”
ভারতীয় সাংবাদিকরাও বাংলাদেশের খেলা দেখে মুগ্ধ। তাদের মতে ভারতীয় ক্রিকেট বোর্ড ডিসেম্বরে বাংলাদেশ ও শ্রীলংকা কে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চাচ্ছে। যদি ও কেবল যদি পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল হয়ে যায়।
বাংলাদেশ অধিনায়কের কন্ঠে ঝরল ভারতের মাটিতে খেলার আকাঙ্ক্ষা। তিনি জানা,”আমি অবসরের আগে ভারতের বিপক্ষে ভারতের সাথে খেলতে চাই। এটা অবশ্যই আমার জন্য বেশ উপভোগ্য হবে। আমার মনে হয় এটা আমাদের জন্য অনেক কিছু শেখার একটা সফর ছিল।”
মুশফিক আরো বলেন, “তারা অনেক ভাল দল। র্যাংকিং এ আমাদের থেকে এগিয়ে। তাদের কাছ থেকে মাঠের ভিতরে ও মাঠের বাইরে অনেক কিছু শেখা সম্ভব। তাদের দল , তাদের পরিকল্পনা লক্ষ্য করে আমরা অনেক কিছু শিখতে পারি। আপাতত আমি খুশি, আমার মনে হয় ভবিষ্যতে আমরা এদিকে আরো ভালো ক্রিকেট খেলতে পারব।”
উল্লেখ্য, ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এটাই বাংলাদেশের প্রথম ভারত সফর। প্রায় ১৭ বছর পর ভারতের মাটিতে খেলার সুযোগ পেল টাইগাররা।
- রাইয়ান কবির, প্রতিবেদক, বিডিক্রিকটাইম