ভারতের বিশ্বকাপ না জেতার কোনো কারণ দেখি না : শোয়েব
ভারতের প্রশংসায় মাতোয়ারা শোয়েব আখতার।

ভারতের বিশ্বকাপ না জেতার কোনো কারণ দেখি না : শোয়েব
প্রকাশিত হয়েছে - 2023-10-26T15:59:48+06:00
আপডেট হয়েছে - 2023-10-26T16:00:37+06:00
ভারত সবসময়ই যথেষ্ট শক্তিশালী দল। খেলা যখন ঘরের মাঠে তখন তাদের ঠেকানোর মত দল সারা দুনিয়াতেই খুব কম আছে। চলতি বিশ্বকাপেও সেটা সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ভারত। [এখানে কুইজ খেলে জিতে নিন মোবাইল ]
শোয়েব আখতার। ফাইল ছবি
বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। ৫ ম্যাচ খেলে জিতেছে ৫টিতেই। প্রতিপক্ষের সাথে বেশ দাপট দেখিয়ে একের পর এক ম্যাচ জিতছে ভারত। বিশ্বকাপের ট্রফিটা ঘরেই রেখে দিতে একদম যেন উঠেপড়ে লেগেছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এবার ভারতীয় ক্রিকেটারদের প্রশংসায় ভাসালেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার।
নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘ভারতের বিশ্বকাপ না জেতার কোনো কারণ দেখি না। ওদের (ভারতের) একটি পূর্ণাঙ্গ ব্যাটিং ও বোলিং লাইনআপ আছে।’
ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ সম্পর্কে শোয়েব বলেন, ‘নিউজিল্যান্ডের জন্য শুবমান গিলই যথেষ্ট। রোহিত শর্মা যদি হঠাৎ আউট হয়ে না যেত, সেও যথেষ্ট ছিল। লোকেশ রাহুলকে যদি তিনে বা চারে খেলোনো হয়, সেও খুব ভালো করবে। আসলে ভারতের ব্যাটিং লাইনআপ অনেক লম্বা।’
অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন কোহলি। ছবি : গেটি ইমেজস
ভারতের ব্যাটিং লাইনআপ নিয়ে কথা হলে সেখানে অবধারিতভাবে চলে আসবে বিরাট কোহলির নাম। রান তাড়ায় সবসময়ই দুর্দান্ত ছিলেন কোহলি। এবারের বিশ্বকাপেও নিজের সেই সামর্থ্যের জানান দিচ্ছেন ভারতের ব্যাটিং গ্রেট। কোহলির সম্পর্কে শোয়েব বলেন, ‘সে এমন একজন ব্যাটার যে চাপের মধ্যে খেলে আরও ভালো করে। ওর কাছে চাপ মানে শতকের সুযোগ, দলকে জেতানোর সুযোগ। এরপর ইনস্টাগ্রামে অনুসারীদের প্রশংসায় ভাসা। আসলে এসব ওরই প্রাপ্য।’
নিউজিল্যান্ড ম্যাচে ৫ উইকেট তোলা মোহাম্মদ শামিকে নিয়ে শোয়েব বলেন, ‘সে (শামি) একটু বেশি রান দিয়ে ফেলেছে। কিন্তু ৫ উইকেট নিয়েছে মানে সব ঠিক আছে। নিউজিল্যান্ডের সংগ্রহ যে ৩০০ থেকে ৩৫০ হয়নি, তাতে ওর অবদান অনেক। সে ওর প্রতিভা জানান দিয়েছে। ভারতের এই বোলিং লাইনআপ নিয়েই খেলতে নামা উচিত।’
আগামী ২৯ অক্টোবর পরবর্তী ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ ইংল্যান্ড।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।