
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ৪০০ ছাড়ানো স্কোর গড়ে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিক ভারত। জবাবে সাবধানের সাথে ব্যাটিং করছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার মার্কুস হ্যারিস আর অ্যারন ফিঞ্চ। ইনিংসের ছয় ওভার নিরাপদেই কাটিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।

২ উইকেটে ২১৫ রান নিয়ে দিন শুরু করে ভারত। চেতেশ্বর পুজারা আর বিরাট কোহলি। অর্ধশতক তুলে নেন বিরাট কোহলি। ধৈর্যের সাথে ব্যাটিং করতে থাকেন চেতেশ্বর পুজারা। দলীয় ২৯৩ রানের মাথায় তাদের জুটি ভাঙেন মিশেল স্টার্ক। বিরাট কোহলিকে ফিরিয়ে তাদের ১৭০ রানের জুটি ভাঙেন স্টার্ক। ২০৪ বলে ৮২ রান করে বিদায় নেন কোহলি।
কোহলির বিদায়ের পর বেশিক্ষণ টিকেননি চেতেশ্বর পুজারা। এ সিরিজের দ্বিতীয় টেস্ট শতক তুলে নেওয়া চেতেশ্বর পুজারাকে ফেরান পযাত কামিন্স। ১০ চারে ৩১৯ বলে ১০৬ রান করে প্যাট কামিন্সের বলে বোল্ড হন চেতেশ্বর পুজারা। এরপর আজিঙ্কা রাহানে আর রোহিত শর্মা মিলে গড়েন ৬২ রানের জুটি। ৩৪ রান করা আজিঙ্কা রাহানেকে এলবিডব্লিউ করেন নাথান লায়ন। এরপর রিশাভ পান্টকে নিয়ে ৭৬ রান যোগ করেন রোহিত শর্মা। অর্ধশতক স্পর্শ করেন রোহিত শর্মা।
রবিন্দ্র জাদেজা বেশিক্ষণ টিকতে পারেননি। একটি চারের পর বিদায় নেন জশ হ্যাজলউডের বলে। এরপর ৪৪৩ রান করে ইনিংস ঘোষণা করে ভারত। রোহিত শর্মা অপরাজিত থাকেন ৬৩ রান করে।
অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স নেন তিন উইকেট। দুই উইকেট পান মিশেল স্টার্ক। একটি করে উইকেট নেন জশ হ্যাজলউড ও নাথান লায়ন।
জবাব দিতে নেমে ছয় ওভারে বিনা উইকেটে আট রান করেছে অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর : ভারত ৪৪৩/৭, ডিক্লেয়ার্ড, প্রথম ইনিংস (১৬৯.৪ ওভার)
পুজারা ১০৬, কোহলি ৮২, আগারওয়াল ৭৬
কামিন্স ৩/৭২, স্টার্ক ২/৮৭
অস্ট্রেলিয়া ৮/০, প্রথম ইনিংস, ৬ ওভার
হ্যারিস ৫*, ফিঞ্চ ৩*
বুমরাহ ০/৬, শর্মা ০/২
আরো পড়ুনঃ বিসিএলের চতুর্থ শিরোপা ঘরে তুলল দক্ষিণাঞ্চল