Scores

ভারত দলের কাছে ক্ষমা চাইলেন ওয়ার্নার

সিডনি টেস্টে বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন ভারতের দুই পেসার মোহাম্মদ সিরাজ এবং যশপ্রিত বুমরাহ। ঘরের মাঠে দর্শকদের এমন জঘন্যতম কাণ্ডের জন্য সিরাজ এবং ভারত দলের কাছে ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।

গত বছর যুক্তরাজ্যে জজ ফ্লয়েডের মৃত্যুর পর বর্ণবিদ্বেষের বিরুদ্ধে জেগে উঠেছিল পুরো বিশ্ব। এটির ছায়া পড়েছিল ক্রিকেটেও। যার ফলে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনকে সমর্থন দিতে হাঁটু গেড়ে প্রতিবাদ জানিয়েছিল ক্রিকেটাররা। তবে এই বিষয়টি উঠার পর থেকেই বর্ণবিদ্বেষের শিকার হওয়া ক্রিকেটার কিংবা আম্পায়ার এই নিয়ে মুখ খুলেছেন।

Also Read - গেইল-মরগানের সুরে সুর মেলালেন সাঙ্গাকারা


সম্প্রতি আবারো এটির ছায়া পড়েছে ক্রিকেটে। সিডনি টেস্টে ফিল্ডিংয়ের সময় মাঠে উপস্থিত থাকা কিছু অস্ট্রেলিয়ান দর্শকদের কাছ থেকে বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন ভারতের দুই পেসার বুমরাহ এবং সিরাজ। টেস্টের তৃতীয় দিন এমন ঘটনা ঘটলে, চতুর্থদিনও থামেনি কিছু উগ্র সমর্থক।

মাঠে ক্রিকেটারদের প্রতি দর্শকদের এমন আচরণের জন্য দুঃখপ্রকাশ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার ভারত দলের কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার ওপেনার ওয়ার্নার। নিজের ইন্সটাগ্রামে সিরাজ এবং ভারত দলের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

“সিডনি টেস্টে অপ্রত্যাশিত ঘটনার জন্য আমি মোহাম্মদ সিরাজ এবং ভারত দলের কাছে ক্ষমা চেয়ে নিলাম। ক্রিকেট মাঠে এমন ব্যবহার মোটেও গ্রহণযোগ্য নয়। এটি মেনে নেওয়া যায় না। আমাদের দেশের ক্রিকেট সমর্থকদের কাছে আরও ভদ্র ব্যবহার আশা করেছিলাম।

সিরিজের তৃতীয় টেস্টটি পূজারা, পান্ট, বিহারি এবং অশ্বিনের ব্যাটিং দৃঢ়তায় ‘ড্র’ করেছে ভারত। সিডনি টেস্টের ফলাফল নিয়ে খুশি হতে পারেননি এই ওপেনার। শেষ টেস্টে ঘুরে দাঁড়ানোর কথা জানালেন তিনি।

“মাঠে ফিরতে পারাটা দারুণ অনুভূতি ছিল আমার জন্য। যদিও ম্যাচের ফলাফল আদর্শ ছিল না। তবে হ্যাঁ এজন্যই টেস্ট ক্রিকেট এতোটা স্পেশাল। পাঁচদিন কঠিন লড়াই করেছে। ভারত দলকে অভিনন্দন জানাতে চাই। ম্যাচটি ড্রয়ের জন্য তারা কঠোর পরিশ্রম করেছে সেজন্য সাধুবাদ জানাতে চাই। গাব্বায় দেখা হবে।”

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

অজি বধের নায়ক সিরাজ-সুন্দরদের ‘মাহিন্দ্রা’র উপহার

সর্বোচ্চ রেটিং পেলো ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পিচগুলো

দেশে পৌঁছেই বাবার কবর জিয়ারতে ছুটে গেলেন সিরাজ

ফাইনালের লড়াইয়ে এগিয়ে গেল ভারত ও নিউজিল্যান্ড

পান্ট-পুজারার ব্যাটে চড়ে ভারতের সিরিজ জয়