SCORE

সর্বশেষ

ভারত সফরে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ

এখন থেকে ভারত সফরে গেলে প্রত্যেক দেশকে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

ভারত সফরে প্রস্তুতি ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে

বর্তমানে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করতে আফগানিস্তানের কাবুলে রয়েছেন বিসিসিআইয়ের সম্পাদক অমিতাভ চৌধুরী। সেখানেই বিষয়টি জানিয়েছেন অমিতাভ চৌধুরী।

Also Read - প্রেসিডেন্টের পরেই স্থান রশিদের!

অমিতাভ চৌধুরী মনে করেন এতে করে ক্রিকেটারদের দক্ষতা বাড়বে। আফগান ক্রিকেটারদের মনোবল বাড়াতেও এ উদ্যোগ সহায়তা করবে বলে মনে করেন তিনি।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আতিফ মাশাল বলেন, “আফগানিস্তান এখন আইসিসির একটি পূর্ণ সদস্য। আমরা বিসিসিআইয়ের সাথে আমাদের আন্তরিক সম্পর্কও উপভোগ করছি। দেশে এ খেলার আরো উন্নয়নের জন্য একসাথে কাজ করতে আমরা কঠোর চেষ্টা করছি।” 

এসিবি সভাপতি আতিফ মাশালের আমন্ত্রণেই আফগানিস্তান গিয়েছেন অমিতাভ চৌধুরী। তার আমন্ত্রণ পেয়ে সম্মানিত মনে করছেন বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, “সভাপতির (আতিফ মাশাল) আমন্ত্রণ পেয়ে কাবুলে আসাটা সম্মানের ব্যাপার।”

আফগানিস্তানের ইতিহাসের প্রথম টেস্ট খেলতে নামবে ভারতের বিপক্ষে। তা নিয়ে অমিতাভ বলেন, “এটি আমাদের জন্য একটি বিশেষ বিষয় যে আমরা আফগানিস্তানের ঐতিহাসিক প্রথম টেস্টে খেলব। আমরা এই সুযোগ হাতছাড়া করতে চাইনি।”

ক্রিকেট দুই দেশের মাঝে বন্ধনকে শক্ত করবে এবং শান্তির বার্তা ছড়াবে বলে মনে করেন বিসিসিআইয়ের এ কর্মকর্তা। আইপিএলে আফগানিস্তান ক্রিকেটারদের অংশগ্রহণের কারণে আফগান ক্রিকেটাররা ভারতে সুপরিচিত এবং সমাদৃত বলে জানান তিনি।

আফগানিস্তানের দ্বিতীয় হোম গ্রাউন্ড এখন ভারত। ভারতের দেরাদুনে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানরা। ৩ জুন থেকে শুরু হবে এ টি-টোয়েন্টি সিরিজ। ৫ জুন দ্বিতীয় ও ৭ জুন অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি। এরপর ১৪ জুন বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্টে মাঠে নামবে আফগানিস্তান।


আরো পড়ুন ঃ অনন্য মাইলফলক থেকে দুই উইকেট দূরে সাকিব


 

Related Articles

স্টুয়ার্ট ব্রডকে বড় সাজা দিল আইসিসি

কোহলির শতকে ইংল্যান্ডকে বিরাট লক্ষ্য

আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল আফগানরা

কোহলির ব্যাটে রেকর্ড-বুকে বয়ে গেল ঝড়!

চোট পেয়ে মাঠ ছাড়লেন বেয়ারস্টো