Scores

“ভালো জায়গায় বল ফেললে সিমারদেরও এটা ভালো উইকেট”

সিলেট টেস্ট শুরু হওয়ার পর ক্রিকেট পাড়ায় জোর আলোচনা- কেন বাংলাদেশের একাদশে একজন পেসার। সময় যত গড়িয়েছে আলোচনা তত শেকড় গেড়েছে।

 

“ভালো জায়গায় বল ফেললে সিমারদেরও এটা ভালো উইকেট”

জিম্বাবুয়ের বিপক্ষে টাইগাররা নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর এক পেসার নিয়ে একাদশ সাজানোর বিষয়টি হয়েছে আরও জোরালো। দুই পেসার টেন্ডাই চাতারা আর কাইল জার্ভিস মিলেই শিকার করেছেন বাংলাদেশের ইনিংসের অর্ধেক উইকেট। অথচ পেসকে কম গুরুত্ব দিয়ে বাংলাদেশ একাদশে রেখেছে মাত্র একজন পেসারকে।

Also Read - বাংলাদেশের বিপর্যয়ের আভাস পাওয়া নিয়ে চাতারার অদ্ভুত যুক্তি


দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের প্রতিনিধি হয়ে আসা চাতারা জানালেন, ভালো জায়গায় বল করতে পারলে এই উইকেটে যে পেসারদেরও সাফল্য পাওয়ার সুযোগ রয়েছে।

চাতারা বলেন, যদি ভালো জায়গায় বল করতে পারেন সিমারদের জন্যও এটা ভালো উইকেটকারণ সিমাররা কিন্তু পাঁচ উইকেট পেয়েছেপ্রথমদিকে আমি শুধু ভালো জায়গায় বল ফেলতে চেয়েছি।’

চাতারার চেষ্টা ছিল ভালো জায়গায় বল ফেলার। আর তাতেই তিনি শিকার করেছেন প্রতিপক্ষের তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। তিনি বলেন, আমি চেষ্টা করেছি ভালো জায়গায় বল ফেলতেকারণ বাংলাদেশের উইকেট ফ্ল্যাট বলে অনেক কথা হয়েছেআমি তাই ভালো জায়গা খুঁজে বের করে বল করেছিভালো জায়গায় বল ফেলা ও ব্যাটসম্যানদের খেলতে বাধ্য করাই ছিল পরিকল্পনার অংশ।’

এখন পর্যন্ত ম্যাচের সবচেয়ে সফল পেসার তিনিই। সফল হতে গেলে কী করতে হবে সিলেটের উইকেটে? ২৭ বছর বয়সী চাতারার উত্তর, উইকেট নিতে এখানে ভালো জায়গায় বল করে যেতে হবেবাকিটা পিচ করে দেবেআমাদের বোলাররা আজ সেই কাজটাই করেছে।’

দারুণ পারফরম্যান্সের পর সংবাদমাধ্যমকে বলা চাতারার এমন অভিমত এখন টিম ম্যানেজমেন্টকে আক্ষেপ জাগাতেই পারে। আরও একজন পেসার নিয়ে মাঠে নামলে হয়ত ম্যাচে এখন ব্যাকফুটে থাকতে হতো না স্বাগতিকদের!

আরও পড়ুন: কার্তিকের দৃঢ়তায় বিপর্যয় সামলে জিতল ভারত

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ফাইনালে নিজেদেরই এগিয়ে রাখছেন মোসাদ্দেক

রশিদকে কখনোই ভয় পায়নি বাংলাদেশ!

তামিমকে টপকে সাকিব এখন সর্বোচ্চ রান সংগ্রাহক

আত্মবিশ্বাস বাড়ানো জয়ের পরও ফাইনালে সাকিবের সতর্ক দৃষ্টি

দুর্দান্ত সাকিবে টাইগারদের জয়ের ধারা অব্যাহত