ভুল শুধরে বিশ্বকাপে নতুন শুরু করতে বললেন মাশরাফি
মাশরাফি বিশ্বাস করেন, বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ। এই কারণে একসময়ের সতীর্থদের নতুন শুরুর পরামর্শ দিলেন বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক।

প্রকাশিত হয়েছে - 2022-10-19T17:57:44+06:00
আপডেট হয়েছে - 2022-10-19T17:57:44+06:00
খেলার সারসংক্ষেপ
আগামী ২৪ অক্টোবর থেকে আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। তবে বিশ্বকাপের আগে একেক পর এক ম্যাচ হেরেছে টাইগাররা। তাইতো বিশ্বকাপে সাকিব আল হাসানদের ঘিরে খুব একটা প্রত্যাশা করতে পারছেন না ভক্তরা। তবে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা শোনালেন আশার বাণী। মাশরাফি বিশ্বাস করেন, বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ। এই কারণে একসময়ের সতীর্থদের নতুন শুরুর পরামর্শ দিলেন বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক।
বিশ্বকাপে নতুন শুরুর তাগিদ দিলেন মাশরাফি বিন মর্তুজা।
বুধবার (১৯ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে বিপিএলের দল সিলেট স্ট্রাইকার্সের লোগো উন্মোচনের অনুষ্ঠানে হাজির হয়ে বিশ্বকাপের জন্য সাকিবদের শুভকামনা জানান মাশরাফি। তিনি বলেন, “সাবেক ক্রিকেটার হিসেবে শুভকামনা ছিল, থাকবে। আশা করছি যা কিছু হয়েছে, এটুকু বলতে পারি বাংলাদেশ টিম টি-টোয়েন্টি খেলার ভেতরে আছে। অনেকদিন ধরে খেলে যাচ্ছে। ফল আমাদের পক্ষে না আসলেও অনেকদিন ধরে খেলছে। ছোটখাটো ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ আছে।”
টাইগারদের খোলা মনে বিশ্বকাপ শুরু করতে বলেছেন মাশরাফি। তিনি মনে করেন, একটা কিংবা দুইটা জয় টাইগারেদর মোমেন্টাম বদলে দিতে পারে।
মাশরাফি বলেন, “একটা নতুন টুর্নামেন্ট শুরুর আগে আমার মনে হয় সবার মানসিকভাবে ফ্রেশ থাকা উচিত। শুরুর দিকে যদি আমরা একটা-দুটা ম্যাচ জিতে যাই। তাহলে হয়তো মোমেন্টাম ঘুরে যাবে। টি-টোয়েন্টিতে মোমেন্টাম সবকিছু। আমাদের সক্ষমতা আছে, এখন ঠিকমতো প্রয়োগ করতে পারলে ভালো ফল হবে।”
চলমান বিশ্বকাপ দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে নামবে বাংলাদেশ। তবে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের অভিজ্ঞতায় অজিদের ডেরায় টাইগাররা ভালো করবে বলে বিশ্বাস মাশরাফির।
তিনি বলছিলেন, “অস্ট্রেলিয়ায় ২০১৫ বিশ্বকাপ খেলেছি, যদিও ৫০ ওভারের বিশ্বকাপ। আমরা কোয়ার্টার ফাইনালও খেলেছিলাম। অস্ট্রেলিয়ায় আমাদের ভালোকিছু স্মৃতিও আছে। আমি আশা করছি, আমরা পারব না কেন! আমাদের (ভালো করার) সেই সামর্থ্য আছে।”
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।