
ধর্মীয় বিধান মেনেও যে পুরোদস্তুর ক্রিকেটার হওয়া যায়, তার বড় দুই উদাহরণ হাশিম আমলা ও মঈন আলী। আমলা আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন আগেই। মঈন টেস্টকে বিদায় বললেন সোমবার (২৭ সেপ্টেম্বর)।

মজার ব্যাপার হল, মঈনের সফল ক্রিকেটার হয়ে ওঠার পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন আমলাই। দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটারকে দেখেই নিজের মনোবল দৃঢ় করেছিলেন মঈন।
আরও পড়ুন : চোটের কারণে আইপিএল শেষ কূলদ্বীপের
ভবিষ্যতে আরও অনেক ব্রিটিশ মুসলিম ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে খেলবেন, এমন আশা ব্যক্ত করে মঈন বলেন, ‘সবসময়ই অনুপ্রেরণার জন্য কাউকে প্রয়োজন হয়। এমন কাউকে প্রয়োজন হয়, যাকে দেখে আপনি ভাবতে পারেন- সে পারলে আমিও পারব। আমি আশা করছি, এখন অনেক মানুষই এমনটা ভাবছে। আমি জানি সে ইংল্যান্ডের নয়, তবু হাশিম আমলা প্রেরণাদায়ক। তাকে যখন প্রথম দেখলাম, আমি ভেবেছি সে যদি পারে তাহলে আমিও পারব। এটিই আমাকে বদলে দিয়েছে।’
৩৪ বছর বয়সে টেস্টকে বিদায় জানানো মঈন ধন্যবাদ জানিয়েছেন তার টেস্ট দলের কোচ-অধিনায়কদের। তিনি বলেন, ‘আমার কোচ হওয়ায় জন্য পিটার মুরস এবং ক্রিস সিলভারউডকে ধন্যবাদ জানাই। মুরসের অধীনে আমার অভিষেক হয়। আর অ্যালিস্টার কুক এবং রুটের নেতৃত্বে আমি খেলেছি। তাদের অধীনে খেলা উপভোগ করেছি এবং আশা করি আমি যেভাবে খেলেছি তাতে তারা খুশি।’

বিদায় বেলায় মঈন জানিয়েছেন, টেস্ট কতটা উপভোগ করতেন তিনি। টেস্টকে বিদায় জানালেও বাকি দুই ফরম্যাটে ততদিন খেলে যেতে চান, যতদিন করবেন উপভোগ।
মঈন বলেন, ‘আমি টেস্ট ক্রিকেট উপভোগ করেছি। কিন্তু এর গভীরতা প্রায়শই অনেক বেশি হয়। আমি মনে করি যথেষ্ট করেছি এবং আমি যা করতে পেরেছি তা নিয়েই সন্তুষ্ট। আমার বয়স এখন ৩৪ এবং যতদিন আমি খেলব পুরোটা উপভোগ করতে চাই।’
‘আমি যতগুলো ম্যাচ খেলেছি সব তাদের জন্য। আমি জানি, তারা আমাকে নিয়ে গর্ব করেন।’https://t.co/tWAXCm9r4u
— bdcrictime.com (@BDCricTime) September 27, 2021
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।