মক্কায় মসজিদ পরিস্কার করে প্রশংসায় ভাসছেন রিজওয়ান

প্রকাশিত হয়েছে - 2023-06-24T19:19:59+06:00
আপডেট হয়েছে - 2023-06-24T19:19:59+06:00
যেখানেই যান না কেন, মোহাম্মদ রিজওয়ানের ধর্মচর্চা থামে না। কখনো মাঠের মধ্যেই আল্লাহকে স্মরণ, কখনো রাস্তার ধারে গাড়ি থামিয়ে নামাজ আদায়। পাকিস্তানি এই ক্রিকেটার এবার আলোচনায় মসজিদ পরিস্কার করে। পবিত্র হজ পালনের জন্য পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার পাড়ি জমিয়েছেন সৌদি আরবে। সেখানে নিজ হাতেই পরিস্কার করেছেন মক্কার মসজিদ।
খেলাধুলার ব্যস্ততা না থাকায় পাকিস্তানি ক্রিকেটারদের এখন অফুরান অবসর। সেই অবসর সময়ে রিজওয়ান ছুটে গেছেন মক্কায়। শুধু হজ পালনের আনুষ্ঠানিকতাগুলোই নয়। রিজওয়ান মনপ্রাণ এক করে মশগুল ধর্মেকর্মে।
৩১ বছর বয়সী এই ক্রিকেটারের তারকাখ্যাতি ছড়িয়ে পড়েছে সুদূর সৌদি আরবেও। সেখানে তিনি যখন আপনমনে মসজিদ পরিস্কার করছিলেন, তখন তার খেলাপ্রেমীরা মুহূর্তটির ভিডিও ধারণ করে আপলোড করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় ক্রিকেট দুনিয়ায়।
ভিডিওতে দেখা যায়, মপ দিয়ে রিজওয়ান মক্কার মসজিদ প্রাঙ্গণ পরিস্কার করছেন। ক্রিকেট বিশ্বে যার লাখ লাখ অনুরাগী, তার যেন এই পরিচ্ছন্নতার কাজে বিন্দুমাত্র সংকোচ নেই।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।