মন্থর গতিতে সেঞ্চুরির রেকর্ড গড়লেন কোহলি
টি-টোয়েন্টিতে নবম সেঞ্চুরির দেখা পেয়েছেন বিরাট কোহলি

প্রকাশিত হয়েছে - 2024-04-06T23:27:47+06:00
আপডেট হয়েছে - 2024-04-06T23:29:25+06:00
আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। কোহলির অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এক সেঞ্চুরিতে কোহলি গড়েছেন বেশকিছু রেকর্ড। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
আইপিএলে এ নিয়ে অষ্টম সেঞ্চুরির দেখা পেয়েছেন বিরাট কোহলি। ৬৭ বলে সেঞ্চুরির দেখা পান এই তারকা ব্যাটার। রাজস্থানের বিপক্ষে এটাই তার প্রথম সেঞ্চুরি। আইপিএলে মন্থর গতিতে সেঞ্চুরির রেকর্ডে মনীশ পান্ডের পাশে বসেছেন কোহলি। ২০০৯ সালে ডেকান চার্জার্সের বিপক্ষে ৬৭ সেঞ্চুরি হাঁকান মনীশ পান্ডে। ৬৬ বলে সেঞ্চুরির রেকর্ড রয়েছে শচীন টেন্ডুলকার, ডেভিড ওয়ার্নার, জস বাটলারের।
আইপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ভারতের এই তারকা ব্যাটারের। আট সেঞ্চুরি করা কোহলির নিকটবর্তী অবস্থানে রয়েছেন ক্রিস গেইল। তার রয়েছে ছয়টি সেঞ্চুরি।
টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইলের। তার নামের পাশে রয়েছে ২২টি সেঞ্চুরি। ১১টি সেঞ্চুরি নিয়ে এরপর রয়েছেন বাবর আজম। নয় সেঞ্চুরি নিয়ে তিনে অবস্থান বিরাট কোহলির।
কোহলির অপরাজিত সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকা কোহলি খেলেছেন ৭২ বল। হাঁকিয়েছেন ১২টি চার ও চারটি ছক্কা।
আইপিএলে মন্থর সেঞ্চুরির রেকর্ড:
মনীশ পান্ডে, ৬৭ বল, বিপক্ষ ডেকান চার্জার্স, ২০০৯ সাল
বিরাট কোহলি, ৬৭ বল, বিপক্ষ রাজস্থান রয়্যালস,২০২৪ সাল
শচীন টেন্ডুলকার, ৬৬ বল, বিপক্ষ কেটিকে, ২০১১ সাল
ডেভিড ওয়ার্নার, ৬৬ বল, বিপক্ষ কলকাতা নাইট রাইডার্স, ২০১০ সাল
জস বাটলার, ৬৬ বল, বিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স, ২০২২ সাল
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।