██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

মাউন্ট মঙ্গানুই টেস্টে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের প্রভাব

দলের সাথে যোগ দিতে পারেননি নিউজিল্যান্ডের সকল ক্রিকেটার।

মাউন্ট মঙ্গানুই টেস্টে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের প্রভাব

মাউন্ট মঙ্গানুই টেস্টে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের প্রভাব

প্রকাশিত হয়েছে - 2023-02-13T16:28:53+06:00

আপডেট হয়েছে - 2023-02-13T16:28:53+06:00

আর ২ দিন পরেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু। কিন্তু এখনও পুরো স্কোয়াড নিয়ে অনুশীলন করতে পারছে না নিউজিল্যান্ড। পারবে কেমন করে? এখনও যে দলের সাথে যোগ দিতে পারেননি স্কোয়াডের সব সদস্য।

নিউজিল্যান্ড ক্রিকেট দল। ছবিঃ গেটি ইমেজস

আগামী ১৬ ফেব্রুয়ারি মাঠে গড়াবে নিউজিল্যান্ড-ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। এরই মধ্যে কিউই মুল্লুকে পৌঁছে গেছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। কিন্তু নিউজিল্যান্ড দলের অনেকেই এখনও পৌঁছাতে পারেননি বে ওভালে। টম ব্লান্ডেল, ম্যাট হেনরি, উইল ইয়ং, ব্লেয়ার টিকনার এবং তিনজন সাপোর্ট স্টাফ এখনও দলের সাথে যোগ দিতে পারেননি। না পারার কারণ ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল।

নিউজিল্যান্ডের বেশির ভাগ মানুষের বাস করেন নর্দান এবং সাউদার্ন আইল্যান্ডে। প্রথম টেস্টের ভেন্যু মাউন্ট মঙ্গানুইয়ের অবস্থান নর্দান আইল্যান্ডে। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর একটি প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার এখনও অবস্থান করছেন সাউদার্ন আইল্যান্ডে। প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পূর্বের এই অঞ্চল এখন ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে।


গ্যাব্রিয়েল নামের ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারি বৃষ্টি ও জলোচ্ছ্বাস দেখা দিয়েছে নানা জায়গায়। প্রতিকূল আবহাওয়ার কারণে আগামী মঙ্গলবার পর্যন্ত নিউজিল্যান্ডের অভ্যন্তরীণ বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে সাউদার্ন আইল্যান্ড থেকে খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা সময়মত মাউন্ট মঙ্গানুইয়ে পৌঁছাতে পারেননি।

 

এরকম পরিস্থিতিতে টিকনার ও ইয়ং নেপিয়ার থেকে গাড়িতে করে মাউন্ট মঙ্গানুইয়ে যাবেন বলে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ক্রাইস্টচার্চে থাকা নিকোলস দলের সঙ্গে যোগ দেবেন বৃহস্পতিবার। তবে ব্লান্ডেল ও হেনরি কবে পৌঁছাতে পারবেন এই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। সকল তথ্যই জানা গেছে ক্রিকইনফোর প্রতিবেদন থেকে।

নিউজিল্যান্ড ক্রিকেট দল। ছবিঃ গেটি ইমেজস

দ্বিতীয় সন্তান জন্মের পর ওয়েলিংটনে পরিবারকে সময় দিচ্ছেন ব্লান্ডেল। অন্যদিকে ক্রাইস্টচার্চে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে আছেন হেনরি। বিমান পরিবহন ব্যবস্থা চালু থাকলে দুজনই প্রথম টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিতেন। তবে বিমান চলাচলা বন্ধ থাকায় আপাতত তা অনিশ্চিত।

 

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড অবশ্য ঘূর্ণিঝড়ের কারণে জনসাধারণের দুর্ভোগ নিয়ে বেশি চিন্তিত। তিনি বলেন, আমাদের বেশ কয়েকজন এখনো পৌঁছাতে পারেনি। নর্থ আইল্যান্ডের ঘূর্ণিঝড়ের কারণে বিমানযাত্রায় প্রভাব পড়েছে। আবহাওয়ার এই পরিস্থিতি হতাশাজনক। তবে নর্থ আইল্যান্ডে আমাদের চেয়েও বাজে সময় কাটাচ্ছেন অনেকে।


নিউজিল্যান্ডের মাটিতে দুই টেস্টের সিরিজ খেলবে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। আগামী ১৬ ফেব্রুয়ারি মাঠে গড়াবে প্রথম ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। প্রথম টেস্টটি হতে যাচ্ছে দিবারাত্রির টেস্ট ম্যাচ।   


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.