██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

মাত্র ২২ বছর বয়সে অবসরে যাওয়া কে এই কোটিপতি ক্রিকেটার?

বিশ্বের সবচেয়ে সম্পদশালী ক্রিকেটার অবসরে গেছেন ২২ বছর বয়সে।

মাত্র ২২ বছর বয়সে অবসরে যাওয়া কে এই কোটিপতি ক্রিকেটার?

মাত্র ২২ বছর বয়সে অবসরে যাওয়া এই কোটিপতি ক্রিকেটার?

প্রকাশিত হয়েছে - 2024-12-06T20:49:40+06:00

আপডেট হয়েছে - 2024-12-06T21:38:32+06:00

আর্যমান বিড়লা, নামটা খুব একটা পরিচিত নয় হয়ত। অনেকে হয়ত তার নামটাই শুনেছেন প্রথমবার। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার বললেও চোখ কপালে উঠে যাওয়ার কথা। আনকোরা এই ক্রিকেটার আবার বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার, কেমন করে সম্ভব[গুগল নিউজেবিডিক্রিকটাইম ফলো করুন]

 আর্যমানকে দলে টানলেও ম্যাচ খেলায়নি রাজস্থান। ক্রিকেটার আর্যমান বিড়লা ধনী ক্রিকেটীয় কারণে নয়, অন্যভাবে। তবে মাত্র ২২ বছর বয়সেই ক্রিকেটের পাঠ চুকিয়েছেন তিনি। নামের পাশে বিড়লা দেখে হয়ত অনেকেই আন্দাজ করে ফেলেছেন ব্যবসার সাথে আর্যমানের সম্পৃক্ততা। ভারতের বিখ্যাত ব্যবসায়িক গোষ্ঠী আদিত্য বিড়লা গ্রুপ পরিবারের সন্তান আর্যমান বিড়লা। আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মাঙ্গালাম বিড়লা সম্পর্কে আর্যমানের বাবা।


ক্রিকেট ক্যারিয়ারের শুরুর দিকে এই বিড়লা নামের কারণে অবশ্য বেশ ভোগান্তি পোহাতে হয়েছে আর্যমানকে। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যখন আমি খেলতে শুরু করি, মানুষ আমাকে নামের দ্বিতীয় অংশ দিয়ে চিনত। আমি শুনতাম তারা আমাকে বিড়লার ছেলে”, “বিড়লার নাতিবলছে। কিন্তু আমি আমার পারফরম্যান্স দিয়ে ধারণা বদলাতে পেরেছি। তারা আমাকে ভিন্নভাবে চিনতে শুরু করেছে।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

 প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন আর্যমান। আর্যমানের জন্ম ১৯৯৭ সালে। মুম্বাইয়ে জন্মগ্রহণ করলেও বেড়ে উঠেছেন মধ্যপ্রদেশের রেওয়ায়, সেখান থেকেই পরিচালিত হয় আদিত্য বিড়লা গ্রুপের সিমেন্ট ইউনিটের ব্যবসায়িক কার্যক্রম। শৈশবে ক্রিকেটে ডুবে যাওয়া আর্যমান দ্রুতই জুনিয়র ক্রিকেটের গণ্ডি পার করে ঢুকে যান সিনিয়র ক্রিকেটে।

 

২০১৭ সালের নভেম্বর মাসে রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছিল আর্যমানের। প্রথম শ্রেণির ক্রিকেটে সব মিলিয়ে ৯ ম্যাচে ১ সেঞ্চুরি এবং ১ ফিফটিসহ ২৭.৬০ গড়ে করেন ৪১৪ রান। এ ছাড়া চারটি লিস্ট ক্রিকেটের ম্যাচও খেলেছেন আর্যমান।

 

২০১৮ সালে আইপিএলের দল রাজস্থান রয়্যালস তাকে দলে টেনেছিল ৩০ লাখ রুপিতে। যদিও ম্যাচ খেলার সুযোগ মেলেনি। তবে নিজে ক্রিকেটার হিসেবে পরিচিত হতে পেরে বেশ খুশিই হয়েছিলেন আর্যমান। তিনি বলেন, একজন এসে যখন বলল, “তুমি সাধাসিধে মানুষ। তুমি যে বিড়লা পরিবারের ছেলে, জানতামই না।তখন মনে হলো নিজের পরিচয়ে একটা পরিবর্তন আনতে পেরেছি।

 খেলা ছেড়ে এখন পাকাপাকি ব্যবসায়ী আর্যমান। 
টানা দুই আসর আর্যমানকে বসিয়ে রাখে আইপিএলের দল রাজস্থান রয়্যালস। পরে ২০১৯ সালে তাকে ছেড়েও দিয়েছিল দলটি। চোটের কারণে ২০১৯ সালের শুরুর দিকে খেলা থেকে দূরে ছিলেন তিনি। একপর্যায়ে ২০১৯ সালের ডিসেম্বর মাসে ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেন নিজেই। ইনস্টাগ্রামে এক পোস্টে আর্যমান লিখেছিলেন, আমাদের প্রত্যেকেরই নিজস্ব পথচলা আছে। আমি এখন নিজেকে বুঝতে চাই, খোলা মনে সবকিছু নতুনভাবে ভাবতে চাই, দেখি কী খুঁজে পাই।

 

বিরতির পরেই পারিবারিক ব্যবসায় ঢুকে পড়েন আর্যমান। সেই বিরতি আর শেষ হয়নি, পরিণত হয়েছে একদম ফুলস্টপে। ২০২৩ সালে আর্যমানকে আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেইল লিমিটেডের পরিচালক হিসেবে আদিত্য বিড়লা গ্রুপে যুক্ত করা হয়। তিনি আদিত্য বিড়লা ম্যানেজমেন্ট করপোরেশন এবং গ্রাসিম ইন্ডাস্ট্রিজেও পরিচালকের দায়িত্ব পালন করছেন। বর্তমানে পুরোদস্তুর ব্যবসায়ী আর্যমান।

 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদন অনুসারে, আর্যমান বিড়লার সম্পদমূল্য আনুমানিক ৭০ হাজার কোটি রুপি। অন্য কোনো ক্রিকেটার এর ধারেকাছেও নেই। শচীন টেন্ডুলকারের সম্পদ ১৪৫০ কোটি রুপি। এছাড়া মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি এখনও ১০০০ কোটি ছুঁতে পারেননি। ফলে বলাই যায়, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার আর্যমান বিড়লা।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।               

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.