██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

মার্শ-মারক্রামের ঝড়ের পর শেষের রোমাঞ্চে লক্ষ্ণৌর জয়

রুদ্ধশ্বাস জয় পেয়েছে লক্ষ্ণৌ।

মার্শ-মারক্রামের ঝড়ের পর শেষের রোমাঞ্চে লক্ষ্ণৌর জয়

মার্শ-মারক্রামের ঝড়ের পর শেষ ওভারের রোমাঞ্চে লক্ষ্ণৌর জয়

প্রকাশিত হয়েছে - 2025-04-05T00:01:03+06:00

আপডেট হয়েছে - 2025-04-05T00:01:03+06:00

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের একমাত্র ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১২ রানে হারিয়েছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। ম্যাচে আগে ব্যাট করে লক্ষ্ণৌ দাঁড় করায় ২০৩ রানের পুঁজি। জবাব দিতে নেমে উথান পতনের মধ্য দিয়ে এগিয়েছে মুম্বাইয়ের ইনিংস। শেষের রোমাঞ্চে শেষমেশ জয়ের হাসি হেসেছে লক্ষ্ণৌ। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

 দারুণ লড়াইয়ের পরেও হেরেছে মুম্বাই।
টসে জিতে আগে লক্ষ্ণৌকে ব্যাটিংয়ে পাঠায় মুম্বাই ইন্ডিয়ান্স। আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় লক্ষ্ণৌ। দুই ওপেনার মিচেল মার্শ এবং এইডেন মারক্রামের ব্যাটে চড়ে উড়ন্ত সূচনা পায় তারা। মার্শ এবং মারক্রাম এগোতে থাকেন ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে। পাওয়ারপ্লের ফায়দাটা সুদে আসলে তুলেছেন দুই ওপেনার। ৬ ওভারে বিনা উইকেটে ৬৯ রান তোলে লক্ষ্ণৌ।

 

দলীয় ৭৬ রানের মাথাতে ভেঙেছে উদ্বোধনী জুটি। আউট হওয়ার আগে ফিফটি ছুঁয়েছেন মার্শ। ৩১ বলে ৬০ রানের আগ্রাসী ইনিংস খেলে বিদায় নেন মিচেল মার্শ। তিনে নেমে মারক্রামের সাথে যোগ দেন নিকোলাস পুরান। বেশিক্ষণ টেকেননি পুরান। ৬ বলে ১২ রানের ইনিংস খেলেন তিনি। চারে নেমে আরও একবার ব্যর্থ হয়েছেন অধিনায়ক রিশভ পান্ট। ৬ বলে ২ রান করে বিদায় নেন পান্ট।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।ক্রিকেটের সব ব্রেকিং নিউজ পেতে যোগ দিন হোয়াটসঅ্যাপে

 শুরু থেকেই আগ্রাসী ছিলেন মার্শ।

মারক্রাম টিকে ছিলেন। এক প্রান্ত আগলে রেখে খেলে যাচ্ছিলেন তিনি। পাঁচে নেমে আয়ুশ বাদোনিও ছিলেন সাবলীল। ভালো একটি জুটি গড়েন দুজন। ১৯ বলে ৩০ রানের ক্যামিও খেলে বাদোনি বিদায় নেন। মারক্রাম ফিফটি ছুঁয়েছেন। দলের ১৭৩ রানের মাথাতে বিদায় নেওয়ার আগে ৩৮ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন মারক্রাম।

 

শেষ দিকে তাণ্ডব চালিয়েছেন ডেভিড মিলার। মারমুখি ব্যাটিংয়ে দলের রানকে ২০০ পার করান মিলার। ১৪ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেছেন মিলার। একদম শেষ ওভারে আউট হয়েছেন তিনি। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ২০৩ রানের সংগ্রহ দাঁড় করায় লক্ষ্ণৌ সুপারজায়ান্টস।

 ৫ উইকেট নেন হার্দিক।

মুম্বাইয়ের হয়ে ৫ উইকেট শিকার করেছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ১টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, অশ্বনি কুমার এবং বিগনেশ পুঠুর।

 

জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে মুম্বাই। দলের ১১ রানের মাথাতে ৭ বলে ৫ রানের ইনিংস খেলে বিদায় নেন উইল জ্যাকস। আরেক ওপেনার রায়ান রিকেলটন ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি। ৫ বলে ১০ রান করে বিদায় নেন রিকেলটন। দলের ১৭ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার।

 প্রতি আক্রমণ চালিয়েছেন নামান এবং সূর্যকুমার।

চাপের মধ্যে দলের হাল ধরেন নামা ধির এবং সূর্যকুমার যাদব। দুজনের প্রতি আক্রমণে গতি পায় মুম্বাইয়ের ইনিংস। পাওয়ারপ্লের ফায়দা তুলে দ্রুত গতিতে রান তুলেছেন সূর্যকুমার এবং নামান। লক্ষ্ণৌর বোলারদের পিটিয়ে তক্তা বানিয়েছেন দুজন। পাওয়ারপ্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৪ রান তোলে লক্ষ্ণৌ।

 

আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটির দিকে ছুটছিলেন নামান। ফিফটি পেয়েই গিয়েছিলেন প্রায়। তবে শেষ দিকে গিয়ে হতাশ করেছেন তিনি। ২৪ বলে ৪৬ রানের ইনিংস খেলে দলের ৮৬ রানের মাথায় থেমেছেন নামান।


তবে টিকে ছিলেন সূর্যকুমার। ইমপ্যাক্ট সাব হিসেবে পাঁচ নম্বরে নামেন তিলক ভার্মা। আগ্রাসী ব্যাটিংয়ে দলের ইনিংসকে টেনেছেন সূর্যকুমার। তার ব্যাটিং বীরত্বে কঠিন লক্ষ্যটাকেও ছুঁয়ে ফেলার স্বপ্ন দেখছিল মুম্বাই।

 

ফিফটি ছুঁয়ে দোর্দন্ড প্রতাপে এগিয়েছেন সূর্যকুমার। দলকে রেখেছিলেন সঠিক পথে। তবে দলীয় ১৫২ রানের মাথায় থামেন সূর্যকুমার। ৪৩ বলে ৬৭ রানের ইনিংস খেলা সূর্যকুমারকে আবদুল সামাদের ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়েছেন আবেশ খান।

 

তিলক সেরকম আক্রমণাত্মক হতে পারেননি। শেষ দিকে ক্রিজে নেমে ঝড়ো ব্যাটিং চালিয়েছেন হার্দিক পান্ডিয়া। তাতে সমীকরণটা হাতের নাগালেই ছিল। শেষ ২ ওভারে মুম্বাইয়ের দরকার ছিল ২৯ রান। ১৯তম ওভার থেকে রান আসে ৭। শেষ ওভারে দরকার ২২ রান। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে সমীকরণকে ৫ বলে ১৬ রানে নিয়ে আসেন হার্দিক।

 

পরের বল থেকে রান এসেছে ২। পরের বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও তা নেননি হার্দিক। ৩ বলে দরকার ১৪ রান। এরপরের বলে বাউন্ডারি দরকার ছিল, মারতে পারেননি হার্দিক। শেষমেশ ১২ রানে জয়লাভ করে লক্ষ্ণৌ। ১৬ বলে ২৮ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন হার্দিক পান্ডিয়া। দুর্দান্ত শেষ ওভার করেছেন লক্ষ্ণৌর আবেশ খান।


লক্ষ্ণৌর হয়ে ১টি করে উইকেট নেন দিগবেশ রাঠি, আবেশ খান, শার্দুল ঠাকুর এবং আকাশ দ্বীপ।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.