মাশরাফির নামে সিলেট স্ট্রাইকার্সের সাবেক মালিকের মামলা

প্রকাশিত হয়েছে - 2024-09-30T19:13:50+06:00
আপডেট হয়েছে - 2024-09-30T19:13:50+06:00
যিনি পারফর্ম করার প্রয়োজন ছিল না, দলে থাকলেই খুশি হতো ফ্র্যাঞ্চাইজি, সেই মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে এবার মামলা করেছেন সিলেট স্ট্রাইকার্সের সাবেক মালিক। মাশরাফির বিরুদ্ধে জোর করে দলের মালিকানার একটি অংশ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রাজধানীর পল্লবী থানায় করা এই মামলার বাদী সিলেট স্ট্রাইকার্সের সাবেক মালিক সারওয়্যার চৌধুরী।
সারোয়ার দাবি করেছেন, বিসিবি থেকে সিলেট দলের সত্ত্ব কেনার সময় তিনি ছিলেন ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান। তবে পরিবর্তীতে দলের শেয়ার জোরপূর্বক দখলে নেন মাশরাফি- এমনই অভিযোগ। যুক্তরাষ্ট্রপ্রবাসী সারোয়ার জানিয়েছেন, মাশরাফি ও তার অনুসারীরা মিলে ২০২৩ সালে সাড়ে ৪ কোটি টাকার শেয়ার জোরপূর্বক নিয়ে নেন। তবে বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করা হয়নি। উল্টো সারোয়ারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
মাশরাফি ছাড়াও এই মামলায় আসামী হেলাল বিন ইউসুফ। সারোয়ারের অধীনে ছিল ৬০ শতাংশ শেয়ার। বাকি ৪০ শতাংশ ছিল তৃতীয় আসামী ইমাম হাসান। যিনি ছিলেন ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। মাশরাফি তাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন নিজের বন্ধু বলে।
২০২২ সালের অক্টোবরে ফিউচার স্পোর্টস বাংলাদেশ বিপিএলের জন্য সিলেট স্ট্রাইকার্সের সত্ত্ব পায়। ২০২৩ সালে মাশরাফির নেতৃত্বে দল ভালো খেললেও এরপরই দ্বন্দ্ব শুরু হয়। যার প্রভাব পড়ে পরের আসরের পারফরম্যান্সেও।
২০২৩ সালের আগস্টে সারোয়ারকে মাশরাফির কার্যালয়ে ডেকে ভয়ভীতি দেখিয়ে তার নামের ৪ লাখ ৫০ হাজার শেয়ার অন্যদের নামে লিখিয়ে নেওয়া হয়, যেখানে প্রতিটি শেয়ারের দাম ছিল ১০০ টাকা। ১০-১৫ জন যুবক তাকে অবরুদ্ধ করে রেখেছিল দাবি করে সারোয়ার জানান, সেখানে মাশরাফিও ছিলেন। মাশরাফির বন্ধু হিসেবে পরিচিত হেলাল বিন ইউসুফ তার দিকে অস্ত্র তাক করে রাখেন। রাজনৈতিক দলের ভয়ভীতিও দেখানো হয়। এতে জীবনের আশঙ্কা প্রকাশ করে দেশ ছেড়ে চলে যান সারোয়ার।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।