Scores

মায়েদের জয় উৎসর্গ করলো রাজশাহী

ম্যাচের আগেই জানানো হয়েছিল, ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রাজশাহী কিংসের খেলোয়াড়রা মাঠে নামবেন নিজেদের মায়ের নাম সম্বলিত জার্সি পরে। প্রশংসনীয় ও অভিনব এই উদ্যোগের কারণে বুধবার (১৬ জানুয়ারি) দুপুরের ম্যাচে থাকলো বাড়তি আকর্ষণ।

মায়েদের জয় উৎসর্গ করলো রাজশাহী

দারুণ এই উদ্যোগ গ্রহণ করা রাজশাহী কিংস ম্যাচ শেষ করেছে দারুণ জয় দিয়ে। শক্তিশালী ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে পাওয়া এই জয় ম্যাচ শেষে উৎসর্গ করা হয় মায়েদের প্রতি।

বল হাতে ৩ উইকেট শিকার করে ঢাকার জয়ের স্বপ্ন ভেঙে দেওয়া আরাফাত সানিই এই ম্যাচের নায়ক। তবে আসল নায়ক যে তাদের গর্ভধারিণী মায়েরা, সানি যেন সেটিই বলতে চাইলেন।

Also Read - “বোলিংয়ের দিক থেকে আমরা ভালো দল”


তিনি জানান, খেলোয়াড়দের সবাই এই পরিকল্পনা সম্পর্কে না জানলেও বিপিএলে রাজশাহী অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটির ফ্র্যাঞ্চাইজি অনেক আগে থেকেই এমন পরিকল্পনা ঠিক করে রেখেছিল। আরাফাত সানি বলেন, মায়ের নাম নিয়ে খেলা সব সময় গর্বের বিষয়আমরা শুরুতে জানতাম নাআমাদের ম্যানেজমেন্টের আগ থেকে একটা পরিকল্পনা ছিল এটা নিয়ে।’

অনন্য দৃষ্টান্ত গড়া এই ম্যাচটি জিততে পেরে রাজশাহী যেন ষোলোকলা পূর্ণ করেছে। মায়েদের উৎসর্গ করা যায় যেকোনো ম্যাচই। কিন্তু এমন উপলক্ষ্য কি আর সবসময় আসে! জন্মদাত্রীকে গর্বিত করতে রাজশাহী কিংসের ক্রিকেটাররা বেছে নিলেন আলোচিত এই ম্যাচটিকে, দু’মুঠোয় আঁকড়ে ধরলেন সুবর্ণ সুযোগ!

মায়েদের জয় উৎসর্গ করলো রাজশাহী

সানি বলেন, সবচেয়ে বড় কথা, আমরা আজকের ম্যাচটি জিতেছিআর আজই মায়ের নামে জার্সি পরে ম্যাচ খেলেছিঅবশ্যই সব মাকে জয়টা উৎসর্গ করেছি।’

বাংলাদেশের ক্রিকেটে এমন দৃষ্টান্ত এবারই প্রথম। নিঃসন্দেহে আরাফাত সানি কিংবা মেহেদী হাসান মিরাজরা এই কারণে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন। সানি স্বীকার করে নিলেন চিরায়ত সত্য— মায়েদের দোয়াতেই জিতেছেন ম্যাচ, ওপরওয়ালা আমাদের মায়েদের দোয়া কবুল করেছেন বলে আমরা জিতেছিযেহেতু ঢাকা খুব ভালো খেলছেওরা টানা জিতে আসছেএ দলের সঙ্গে খেলাও অনেক চাপেরবড় একটা ম্যাচে জিতেছি, এটা আমাদের বাড়তি পাওয়া।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

সানির চোখে ‘ন্যাচারাল’ মুস্তাফিজ

বারবার নেতৃত্ব বদলে সমস্যা দেখছে না রংপুর

বিশ্বকাপ নয়, বিপিএলে পুরোপুরি মনোযোগ সানির

ভারতকে সিরিজ হারানো ‘অসম্ভব’ নয়!

‘গ্রেট’ ভেট্টোরির কাছ থেকে অনেক শিখতে চান সানি