██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

মিচেল স্যান্টনার- 'পার্ট টাইম ক্রিকেটার', 'ফুল টাইম গলফার'

মিচেল স্যান্টনার- 'পার্ট টাইম ক্রিকেটার', 'ফুল টাইম গলফার'
Siam Chowdhury

Siam ChowdhurySenior Sub-Editor

প্রকাশিত হয়েছে - 2024-10-27T13:11:57+06:00

আপডেট হয়েছে - 2024-10-27T13:11:57+06:00

পার্ট টাইম ক্রিকেটার, ফুল টাইম গলফার। সেই পার্ট টাইম ক্রিকেটারের কাছেই ভারত দিল নাকে খত। অবাক হচ্ছেন? একটু ঢুঁ মারতে হবে মিচেল স্যান্টনারের ইনস্টাগ্রাম প্রোফাইলে। সেখানে স্পষ্ট করে কিউই অলরাউন্ডার লিখে দিয়েছেন, তিনি নাকি ফুল টাইম গলফার, ক্রিকেট খেলেন পার্ট টাইমার হিসেবে! এই পার্ট টাইম ক্রিকেটারের কাছেই কিনা এভাবে নাস্তানাবুদ হতে হলো ভারতকে!

ভারতে ভারতকে টেস্ট সিরিজ হারিয়ে ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড। দীর্ঘ এক যুগ পর ঘরের মাটিতে টেস্ট সিরিজ হেরেছে টিম ইন্ডিয়া। আর তাতে মূল কৃতিত্ব ৩২ বছর বয়সী বোলিং অলরাউন্ডার স্যান্টনারের। প্রথম টেস্টে একাদশেই ছিলেন না। দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়ে দলকে একাই ম্যাচ জেতালেন। ব্যাট হাতে ৩৭ রানের পাশাপাশি মূল অবদান রেখেছেন বোলিংয়ে। প্রথম ইনিংসে ৭টি ও দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট শিকার করে ভড়কে দিয়েছেন রোহিত কোহলি পান্টদের। এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়েছে ভারতের সিরিজ পরাজয়।

কথা হলো, ভারত কি আসলেই কোনো গলফারের কাছে হেরে গেল? উত্তরে হ্যাঁ বললে ভুল হবে না। স্যান্টনার আসলেই একজন দক্ষ গলফার। নিউজিল্যান্ডের প্রফেশনাল গলফার রায়ান ফক্স পর্যন্ত একবার বলেছিলেন, স্যান্টনার চাইলে প্রফেশনাল গলফার হয়ে যেতে পারেন। গলফের চেজিং দ্য ফক্স ইভেন্টে স্যান্টনারের সুইং দেখে ফক্স বলেছিলেন, 'তাকে গত গত কয়েক বছর দেখে আমি মুগ্ধ। সে এমন কিছু শট দেখিয়েছে, আমার মনে হয় গলফে তার অনেক কিছু দেওয়ার আছে। ক্রিকেট শেষ করার পর সে চাইলে পেশাদার গলফে নাম লেখাতে পারে।'

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

কিউই ক্রিকেটারদের গলফপ্রীতি নতুন কিছু নয়। সাবেক ক্রিকেটার রস টেলরও দারুণ খেলেন গলফ ক্লাব হাতে। তবে স্যান্টনারের মতো আর কেউ গলফকে এতটা আপন করে নিয়েছিলেন কিনা যিনি নিজেকে পার্ট টাইম ক্রিকেটার আর ফুল টাইম গলফার হিসেবেই দেখেন, তা ভাববার বিষয় বটে!

পার্ট টাইম ক্রিকেটার হিসেবে নিজেকে দাবি করলেও আপাতত অবশ্য ক্রিকেটার হিসেবেই স্যান্টনারের যত পরিচিতি। নিউজিল্যান্ডের হয়ে ২৯টি টেস্ট, ১০৪টি ওয়ানডে ওয়ানডের সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার হয়ত ক্যারিয়ার শেষ করবেন ক্রিকেটের এক কিংবদন্তি হিসেবে। এরপর যদি গলফ ক্লাব হাতে তুলেও নেন, হয়ত ভিন্ন স্পোর্টস ইভেন্টেও পাওয়া যাবে আরেক কিংবদন্তি স্যান্টনারকে।

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.