
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রথম স্তরের দ্বিতীয় দিনে সমানে সমান খুলনা ও রংপুর। বিপদে পড়া দলকে টেনে তুলে রোমাঞ্চকর শতক হাঁকিয়েছেন মেহেদী হাসান। ৫ উইকেট পেয়েছেন রংপুরের রবিউল হক। অপরদিকে, রাজশাহীর বোলারদের ভুগিয়েছেন শুভাগত হোম ও তাইবুর রহমান।
রাজশাহী বনাম ঢাকা বিভাগ
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট একাডেমি মাঠে প্রথম দিনে সবগুলো উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন ঢাকার দুই ওপেনার সাইফ হাসান (২৮) ও আব্দুল মজিদ (১৬)। জয়রাজ শেখও ফিরেছেন দ্রুতই, ২১ রানে। রকিবুল হাসান করেন ২৯ রান।
পঞ্চম উইকেটে ঢাকাকে এগিয়ে নিয়ে লিড এনে দিয়েছেন তাইবুর রহমান ও শুভাগত হোম। দুইজনেই শতকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দিন শেষ করেছেন। ১৬৪ বলে ৯৩ রানে তাইবুর এবং ১৬৯ বলে ৯২ রানে শুভাগত অপরাজিত আছেন। এই দুজনের জুটিতে এসেছে ১৮০ রান। দিন শেষে ঢাকা এগিয়ে আছে ৫৪ রানে।
খুলনা বিভাগ রংপুর
রংপুরের ২২৪ রানে জবাবে ২ উইকেটের বিনিময়ে ২৪ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল খুলনা। দ্বিতীয় দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। পেসার রুবেল হোসেনকে সাথে নিয়ে দলের মান বাঁচিয়ে লিড এনে দেন মেহেদী হাসান। ৮০ রানে উইকেট হারিয়ে অন্ধকার দেখতে থাকা খুলনার হয়ে শতক হাঁকান এই ডানহাতি অলরাউন্ডার।
ওয়ানডে মেজাজে শতক হাঁকিয়ে ১৫০ বলে ১১৭ রান করে আউট হয়ে ফিরেছেন মেহেদী। এই রান করা পথে তার ব্যাট থেকে আসে ১৫টি চার ও ১টি ছয়। পেসার রুবেল হোসেন তাকে যোগ্য সঙ্গ দেয়ার পথে করেন অপরাজিত ৩৬ রান। প্রথম ইনিংসে ৯ রানের লিড নিয়ে ২৩৩ রানে অলআউট হয় খুলনা।
রংপুরের পেসার রবিউল হক ৫টি এবং মুকিদুল ইসলাম ও সাজেদুল ইসলাম ২টি করে উইকেট শিকার করেন।
দ্বিতীয় ইনিংসে নেমে আবার ব্যাটিং বিপর্যয়ে পড়েছে রংপুর। ৪ উইকেটের বিনিময়ে ৬৭ রান নিয়ে দিন শেষ করেছে উত্তরের দলটি। আব্দুর রাজ্জাক শিকার করেছেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী (১ম ইনিংস): ২৩০/১০
ঢাকা বিভাগ (১ম ইনিংস): ২৮৪/৪
তাইবুর ৯৩*, শুভাগত ৯২*, রকিবুল ২৯, সাইফ ২৮, জয়রাজ ২১, মজিদ ১৬
সানজামুল ৩/১০৬।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর (১ম ইনিংস): ২২৪/১০
খুলনা (১ম ইনিংস): ২৩৩/১০
মেহেদী ১১৯, রুবেল ৩৬*, বিজয় ২১
রবিউল ৫/৪১, সাজেদুল ২/২৯, মুকিদুল ২/৭১।
রংপুর (২য় ইনিংস): ৬৭/৪
সোহরাওয়ার্দী ২৪, মারুফ ২৩
রাজ্জাক ৩/১২।