মিরাজ-শান্তদের মূল প্রতিপক্ষ ভাবেন না জোসেফ
২০১৬ সালে বাংলাদেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে গিয়েছিলেন আলজারি জোসেফ। ক্যারিবীয় এই ক্রিকেটারের দলের কাছে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফউদ্দিনরা। মিরাজ-শান্তদের সাথে নতুন করে দেখায় অবশ্য প্রতিপক্ষ হিসেবে তাদের নিয়ে উদ্বিগ্ন নন জোসেফ।
২০১৬ যুব বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ। এবার অবশ্য এসেছেন জাতীয় দলের হয়ে খেলতে। তার কাছে যুব বিশ্বকাপের চেয়ে এবারের চ্যালেঞ্জটাই বেশি।
Also Read - ভারতের বিপক্ষে স্কোয়াডে ফিরলেন স্টোকস-আর্চারজোসেফ বলেন, ‘তখনকার ভালো কিছু স্মৃতি ছিল। তবে আমি জানি, এবারের ওয়ানডে সিরিজে তখনকার চেয়েও বড় চ্যালেঞ্জ। এটা আরেক ধাপ, আর বাংলাদেশ ঘরের মাটিতে অনেক চ্যালেঞ্জিং। নিজের মাঠে খেললে আমি বাড়তি সুবিধা পাই, কিন্তু এখানে আমি তারচেয়েও ভালো করতে চাই।’
যুব দলের প্রতিপক্ষ শান্ত-মিরাজদের সাথে একই হোটেলে আছেন জোসেফ। তাদের সাথে আলাপ হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে দম্ভভরা কণ্ঠে জোসেফ জানালেন, ‘প্রয়োজন নেই। আমি শুধু মূল খেলোয়াড়দের দিকেই নজর রাখছি যাদের বিরুদ্ধে আমাকে লড়তে হবে। প্রত্যেক ব্যাটসম্যানকে নিয়েই আমাদের পৃথক পরিকল্পনা আছে। আমাদের সামর্থ্য সম্পর্কে আমরা জানি। বাংলাদেশের মানুষকে এখন ভালো পারফর্ম করে দেখাতে হবে।’
বাংলাদেশের বিপক্ষে জিততে হলে তিন বিভাগেই ভালো করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা যদি জিততে চাই তাহলে তিন বিভাগেই আমাদের বাংলাদেশের চেয়ে ভালো করতে হবে। আমরা সবাই আমাদের দায়িত্ব সম্পর্কে জানি। আমাদের অনেক ভালো খেলতে হবে এবং বাংলাদেশকে প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত চেপে রাখতে হবে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।