Scores

মুখোশ পরে উদযাপন করা নিষিদ্ধ করলো আইসিসি

ক্রিকেটে কত ধরনের উদযাপনের প্রচলন রয়েছে! বাংলাদেশি ক্রিকেটারদের নাগিন-নৃত্য নিয়ে কম আলোচনা হয়নি। নাজমুল ইসলাম অপুর আবিষ্কৃত সেই উদযাপন বেশ শোরগোল ফেলেছিল। সম্প্রতি একইভাবে আলোচনায় এসেছিলেন তাবরাইজ শামসিও। দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটার মুখোশ পরে উদযাপন করে হয়েছিলেন খবরের শিরোনাম।

মুখোশ পরে উদযাপন করতে পারবেন না শামসি

এবার আরও একবার খবরের শিরোনাম হতে হচ্ছে তাকে। তবে খবরটি তার জন্য সুখকর নয়। তাকে যে এমন উদযাপন বন্ধ করতে বলা হয়েছে!

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পর নিজের দেশের এমজানসি সুপার লিগে (এমএসএল) মুখোশ পরে উদযাপন করেছিলেন শামসি। উইকেট শিকারের পরই কলারের কাছ থেকে মুখোশ টেনে ধরে মুখে গলে ভোঁ-দৌড়- এই ছিল বিচিত্র উদযাপনের নমুনা। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তার এই বিচিত্র উদযাপনে নিষেধাজ্ঞা জারি করেছে। অর্থাৎ, ক্রিকেট মাঠে আর এমন উদযাপন করতে দেখা যাবে না ২৮ বছর বয়সী স্পিনারকে।

নিজের এই উদযাপনকে শামসি আখ্যা দিয়েছিলেন ‘মাস্কড ম্যাজিশিয়ান’ নামে। কেন এমন উদযাপন করতেন, এমন প্রশ্নে শামসি সম্প্রতি জানিয়েছিলেন- কোনো ক্রিকেটারকে অসম্মান করতে নয় মোটেও- ‘আজকাল ম্যাচে বোলারদের ওপর অনেক চাপ থাকেআমিও মজার জন্য এটা করি, অবশ্যই কোনো ক্রিকেটারকে অসম্মান করতে নয়।’

এর আগে ‘শু ফোন সেলিব্রেশন’ নামে এক বিচিত্র উদযাপনের জন্ম দিয়েছিলেন শামসি। সেটির ছিল উইকেট শিকারের পর বাউন্ডারি দড়ির কাছে গিয়ে জুতা খুলে কানের কাছে ধরা। তবে মুখোশের উদযাপনই আলোচনায় এসেছিল তুলনামূলক বেশি।

দেখুন মুখোশ পরে শামসির উদযাপন

আরও পড়ুন: নিউজিল্যান্ডের ইতিহাস গড়া জয়ে র‍্যাঙ্কিংয়ে অবনমন পাকিস্তানের

[১৯৬৯ সালের পর দীর্ঘ ৪৯ বছরের খরা কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে ‘অ্যাওয়ে’ সিরিজে টেস্ট জয়ের স্বাদ পেল নিউজিল্যান্ড ক্রিকেট দল। ইতিহাস গড়া এমন জয়ের পর আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে নিজেদের নামের পাশে ৩ রেটিং যোগ করে দক্ষিণ আফ্রিকার আরও এক ধাপ কাছে এগিয়ে গেল কিউইরা..বিস্তারিত]

Related Articles

টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনে বিসিবিকে নাফীসের ধন্যবাদ

ম্যাক্সওয়েলের তাণ্ডবে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ ভারত

কোল্টার-নাইল ও ম্যাক্সওয়েলের বীরত্বে জয়ে শুরু অস্ট্রেলিয়ার

লিস্ট ‘এ’ মর্যাদা পেল প্রিমিয়ার লিগের টি-২০

প্রিমিয়ার লিগের ওয়ানডের আগে টি-২০ টুর্নামেন্ট